অনিরুদ্ধ ধর
আমেরিকায় ভয়াবহ হত্যাকাণ্ড! ৬ বছর বয়সি এক মুসলিম কিশোরকে তার বাড়ির মালিক অন্তত ২৬ বার ছুরি দিয়ে মেরে খুন করেছে বলে অভিযোগ। ঘটনার নৃশংসতার কথা জেনে হতবাক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই ঘটনাতে ঘৃণার ভয়াবহ ঘটনা বলে উল্লেখ ꧙করেছেন।
ইজরায়েল ও হামাসের মধ্য়ে লড়াইয়ের জেরে এই ঘটনা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার মাকে জখম করা হয়েছে। কিন্তু তিনি আপা✤তত বেঁচে গিয়েছেন। উইল কাউন্টি শেরিফের অ🤪ফিসের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।
ঠিক কী হয়েছিল ঘটনাটি?
আমেরিকান ইসলামিক সম্পর্কের শিকাগো চ্যাপ্টারღের তরফে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল। সেখানে মুখ খুলেছিলেন ওই মৃত কিশোরের কাকা। মৃতের নাম ওয়াদেয়া আল ফাউম। তিনি প্যালেস্তিনিয়ান আমেরিকান কিশোর। তার মায়ের নাম হান্নান শাহিন। তার মাও জখম হয়েছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, ওই পরিবার আমেরিকায় একটু সুরক্ষিত থাকার জন্য এসেছিল। শান্তিতে থাকবে বলে এসেছিল ✨পরিবারটি।
অভিযুক্তের বয়স ৭১ বছর। ত🌜ার নাম যোশেফ জুবা। ৭ ইঞ্চি একটি মিলিটারি স্টাইলের ছোরা♒ দিয়ে ওই কিশোরকে কোপানো হয়েছে। উইল কাউন্টি শেরিফের অফিস এই বিবৃতি জানিয়েছে।
ময়না তদন্তের পরে ছেলেটির তলপেট থেকে ওই ছুরিটি পাওয়া𝔉 গিয়েছে।
তার মা কোনও রকমে ৯১১- তে ফোন করে গ🔯োটা ঘটনা জানাতে পারেন।
পুলিশ এসে দ⛦েখে ওই অভিযুক্ত ব্যক্তির কপালে আঘাত লেগেছে। সে বসে আছে।
আমেরিকান ইসলামিক সম্পর্কের চিকাগ🐭ো অফিসের প্রধান আহমেদ রেহাব জানিয়েছেন, ওই ব্যক্তি দরজায় কড়া নেড়েছিল। এরপর মহিলার গলা টিপে ধরে। এরপর বলে তোমরা মুসলিম। তোমাদের মরতে হবে। হাসপাতালে🌌র বিছানা থেকে ওই মহিলা তার স্বামীকে মেসেজ করেছেন। সেটার কথাও জানিয়েছেন তিনি।
কিছুদিন আগেই শিশুটির জন্মদিন হয়েছিল। মাত্র ৬ বছর বয়স। তাকেই এভাবে খুন করা হল।&n👍bsp;
তার মা ১২ বছর আগে আর বাবা ৯ বছর আগে আমেরিকায় এসেছিলেন। সেখানেই তাদের সন্তান জন্মায়। ওয়েস্ট ব্যাঙ্কের একটি গ্রাম থেকে তাঁ✅রা আমেরিকায় এসেছিলেন।
বাইডেন জানিয়েছেন, আমেরিকায় এই ঘৃণার কোনও জায়গা নেই🐭। এটা আমাদের মৌলিক মূল্যবোধের বিরোধী। ইসলামোফোবিয়া থেকে বেরিয়ে আসার জন্য তিনি আহ্বান করেন।