রাত পোহালেই আসবে নতুন বছর। এর মধ্যে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এসবের মধ্যেই ৭৩ বছর বয়সী এক ব্যক্তির শুক্রবার মৃত্য়ুকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ ছড়়িয়েছে। সূত্রের খবর রাজস্থানের বাসিন্দা ওই ব্যক্তির ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়েছিল। পোস্ট কোভিড নিউমোনিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরোডিজমের মতো নানা সমস্যা ছিল তাঁর। মহারাণা ভূপাল গভর্নমেন্ট হাসপাতালের সুপারিন্টেডেন্ট ডঃ আরএল সুমন জানিয়েছেন, ১৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। জ্বর, সর্দি, কাশিও ছিল। এদিকে ২৫শে ডিসেম্বর তাঁর নমুুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তখনই জানা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত। তবে ফের অপর একটি পরীক্ষা করা হয়। তখন দেখা যায় তিনি নেগেটিভ🍨।
তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে আইসিইউ থেকে বের করে আনা হয়। তাঁর শারীরি♓ক পরিস্থিতি স্থিতিশীল ছিল। তবে হাসপাতাল সুপার জানিয়েছেন, ডায়াবেটিস, হাইপারটেনশন সহ নানা কোমর্বিড পরিস্থিতির জেরে তাঁর মৃত্যু হয়েছে। কার্ডিয়াক ও রেসপিরেটরি ফেলিওর ছিল তাঁর। এদিকে বৃহস্পতিবার ২৫২জন কোভিড রোগীর সন্ধান মেলে রাজস্থানে। তার মধ্য়ে জয়পুরেই কোভিড আক্রান্তের সংখ্যা ১৮৫জন।