অপারেশন সিঁদুরের পর ভারতের বিভিন্ন বিমানবন্দরেই উড়ান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই বিমানবন্দরগুলির মধ্যে দিল্লি বিমানবন্দর অন্যতম। তথ্য বলছে, আজ (বৃহস্পতিবার - ৮ মে, ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যস্ত এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াতকারী ৯০টি উড়ান বাতিল করা হয়েছে!
প্রকাশ্যে আসা হিসাব অনুসারে, দিল্লি থেকে ছাড়ার কথা ছিল, এমন ৪৬টি ঘরোয়া উড়ান বাতিল করা হয়েছে। দিল্লিগামী ঘরোয়া উড়ান বাতিল হয়েছে ৩৩টি। আন্তর্জাতিক উড়ান, যেগুলির দিল্লি থেকে সফর শুরু করার কথা ছিল, তেমন ৫টি উড়ান এদিন বাতিল করতে হয়েছে। আর, দিল্লিগামী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে ৬টি।
বিষয়টি নিয়ে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। তাতে যাত্রীদের উদ্দেশে জানানো হয়, আকাশসীমায় রদবদল ঘটে যাওয়ার ফলেই এই পদক্ষেপ করতে হয়েছে।
সেই বার্তায় লেখা হয়, 'দিল্লি বিমানবন্দরের সমস্ত টার্মিনাল এবং চারটি রানওয়ে স্বাভাবিকভাবেই কাজ করছে। যদিও আকাশসীমায় রদবদলের জেরে উড়ানে তার প্রভাব পড়ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা তাঁদের সংশ্লিষ্ট উড়ানের পরিস্থিতি জানার জন্য সেই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিন।'
আরও বলা হয়, 'আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করে চেষ্টা করছি যাতে এই বিঘ্ন যথাসম্ভব কমিয়ে আনতে পারি। কিন্তু, আমাদের যাত্রীদের নিরাপত্তা ও সাচ্ছন্দ্য আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।'
অপারেশন সিঁদুরের জেরে আকাশসীমায় নিয়ন্ত্রণ:
অপারেশন সিদুঁরের পর দেশের মোট ২৭টি বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হিন্ডন, গোয়ালিয়র, ধরমশালা, সিমলা, অমৃতসর-সহ উত্তর ভারতের বিমানবন্দরগুলিতে এই নিরাপত্তাজনিত গৃহীত পদক্ষেপ আগামী শনিবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে।