শনিবার একেবারে অবাক করা ঘটনা। রাজস্থানের জয়পুরের ঘটনা। দুপুরের দিকে সোডালা এলাকায় একটি চলন্ত গাড়িতে আগুন লাগে। কিন্তু সময়মতো চালক ও তাতে বসা লোকজন গাড়ি থেকে নেমে যান। এরপর গাড়িটি নিজে থেকেই রাস্তায় চলত💟ে থাকে। সৌভাগ্যক্রমে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের মতে, আজমেঢ় থেকে সোদালা যাওয়ার রাস্তায় আচমকাই আগুনের গোলা হয়ে গেল একটি গাড়ি৷ চালক ছাড়াই প্রায় আধ কিলোমিটার দৌড়ল একটি গাড়ি ৷ এ সময় গাড়িটি বেশ কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বিরাট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাস্তায় থাকা লোকজন গাড়ির হাত থেকে বাঁচতে এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করেন। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।
জানা গিয়েছে, মানস সরোবরের সাংবাদিক কলোনির বাসিন্দা জিতেন্🃏দ্র জঙ্গিদ তাঁর গাড়ি চালাচ্ছিলেন। তিনি জানান, উঁচু রাস্তায় ছিলেন, হঠাৎ গাড়ির এসি থেকে ধোঁয়া উঠতে শুরু করে। এরপর তিনি গাড়ি থামিয়ে বনেট খুলে দেখেন গাড়িতে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টায় আশপাশের লোকজন জড়ো হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনে গাড়ির হ্যওান্ড ব্রেকও ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে এলিভেটেড রাস্তার ঢালে চালক ছাড়াই চলতে শুরু করে গাড়িটি। পথে একটি বাইক দাঁড় করানো ছিল, যার ধাক্কায় গাড়িটি সামনের দিক🐠ে এগিয়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার জ্বলতে থাকে। একপর্যায়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়।
আগুনের কারণ☂ে গাড়ির হ্যান্ড ব্রেকও ক্ষতিগ্রস্ত হওয়ায় এলিভেটেড রাস্তার ঢালে চালক ছাড়াই চলতে শুরু করে গাড়িটি। পথে একটি বাইক দাঁড় করানো ছিল, যার ধাক্কায় গাড়িটি সামনের দিকে এগিয়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার জ্বলতে থাকে। একপর্যায়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে ๊থেমে যায়।
গাড়ি থামার পরেও আগুন নেভানোর চেষ্টা অব্যাহত থাকলেও মানুষ গাড়িটির🔴 আগুন পুরোপুরি নেভাতে পারেনি। এরপর একের পর এক দমকলের ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে এবং জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে। সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়়ে যায়। তবে এই দুর্ঘটনার জেরে কেউ হতাহত হয়ন♎ি।
তবে শেষ পর্যন্ত দ🍸মকলের একাধিক ইঞ্জিন এসে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। এভাবে চালকহীন জ্বলন্ত গাড়ি ছুটে আসা দেখতে ভিড় করেছিলেন অনেকে🐭ই।