ভয়াবহ দুর্ঘটনা দিল্লিতে। একটি ডিটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন পুল𝓡িশকে ধাক্কা দেয়। অপর একজনকে এরপর ধাক্কা দেয় বাসটি। সোমবার রাতে নর্থ দিল্লির মনাস্টারি মার্কেটের কাছে ঘটনা।
সিভিল লাইন▨ পুলিশ স্টেশনে এই দুর্ঘটনার খবর আসে। রাত ১০টা ১৫ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্য়ে এই ঘটনা ঘটে। এই বাসটি ফুটপাতের উপর উঠে পড়েছিল। একেবারে ভয়াবহ পরিস্থিতি।
এদিকে ওই রাতে ভিক্টর নামে এক কনস্টেবল রাতের টহলদারিতে নিয়োজিত ছিলেন। তিনি ঠিক আধ ঘণ্টা আগে ডিউটিতে যোগ দিয়েছিলেন। তার দিকে ছুটে আসে বাসটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা দেয়। তিনিꦿ আসলে নাগাল্যান্ডের বাসিন্দা। তিনি ২০২৩ সালের জুন মাস থেকে দিল্লি পুলিশে চাকরি করছিলেন। পিসিআর বাইকে তিনি ডিউটি করছিলেন। সেই সময় এই ভয়াবহ দুর্ঘটনা।
পুলিশ রিপোর্টে জানা গিয়েছে, সবুজ রঙের ডিটিসি বাসটি ২৬১ নম্বর রুটে যাতায়াত করে। এটা সরাই কালে খান আইএসবিটি থেকে নন্দ নগরী পর্যন্ত যাতায়াত করে। এটা প্রথম নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। তারপর একটি বিলবোর্ডকে ধাক্কা দেয়। এরপর সেটা কনস্টেবলকে পিষে দেয়। এরপর একজন পথচ✅ারী রাস্তা পার হচ্ছিলেন। তাকেও ধাক্কা দেয় বাসটি। এরপর একটি ডিভাইডারে গিয়ে ধা্ক্কা মেরে থেমে যায়।
দুজনকেই পরামানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছি🐟ল। কিন্তু তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। কনস্টেবলের মাথায়, মুখে ঘাড়ে ভয়াবহ আঘাত✨ লেগেছিল। এদিকে ওই বাস চালকের নাম বিনোদ কুমার। বয়স ৫৭ বছর। তিনি ২০১০ সাল থেকে ডিটিসিতে কর্মরত। তিনি আসলে গাজিপুরের বাসিন্দা। এদিকে সূত্রের খবর, বাসটি দুর্ঘটনার সময় ব্রেকডাউন অবস্থায় ছিল। বাসে কেবলমাত্র একজন ডিটিসি ডিউটি অফিসার ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।