মাস খানেক আগেই সেন্ট্রাল ভিস্তা অ্য়াভিনিউয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই অ্য়াভিনিউকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখাটাই এখন বড় চ্য়ালেঞ্জ। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এই প্রকল্পের নোডাল এজেন্সি।প্রায় ৩৫০জন এই এলাꩵকাক🦩ে পরিষ্কারের জন্য় মোতায়েন করা হয়েছে।
তবে সবথেকে বড় সমস্য়🔥া এই রাস্তার পাশের দেওয়াল থেকে পানের পিক পরিষ্কার করা। সাফাইকর্মীদের দাবি, যেখানে সেখানে লোকজন থুতু ফেলছেন। বললেও শুনছেন না। এসব পরিষ্কার করাটাই এখন বড় সমস্যার।
এই সাফাইকর্মীদের টিমের সুপারভাইজা💮র জানিয়েছেন, সমস্ত আন্ডারপাস আর ফুটপাতে পিক ফেলছে। দেওয়ালে কোটা পাথর আর ফুটপাতে গ্রানাইট ব্যবহার করা হয়েছে। সেখান থেকে এই দাগ তোলা অত্যন্ত কষ্টের। বিশেষ ধরনের মেশিন ও কেমিক্যাল ব্যবহার করে এসব তোলা হচ্ছে।
এদিকে সব মিলিয়ে ৬টি পার্কিং এরিয়া রয়েছে। কিন্তু চারটি বর্তমানে সচল। সেখানে হাজারের বেশি গাড়ি ও ৪০টি বাস রাখা যায়। কিন্তু ভিড়ের সময় সেসব সামলানো যথেষ্ট সমস্যার। আপাতত নিꦕউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে ওই পার্কিং লটের দায়িত্ব দেওয়া হ🐎য়েছে।
এক পুলিশ আধিকারিকের মতে, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। ছুটির দিনগুলোতে গাড়ির সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে,C-Hexagon এলাকায় প্রচন্ড জ্যাম হচ্ছে। এদিকে ইন্ডিয়া গেটের কাছ 🌠থেকে সুরক্ষার জন্য় ব্যারিকেডও সরানো যাচ্ছে না।
💫এদিকে হকাররাও এখানে বসার চেষ্টা করছেন। সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে তারা যাতে বসতে পারেন সেজন্য় দাবি জানিয়েছে ন্য়াশ𓆏ানাল স্ট্রিট ভেন্ডর অ্য়াসোসিয়েশন।