প্রমাণ হিসেবে সর্বত্র লাগে। কিন্তু আকারে বড় হওয়ায় নিজের কাছে রাখার ক্ষেত্রে সমস্যা হত🐓। সেই ঝক্কি থেকে এবার মিলবে মুক্তি। পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ডের উপর আধার কার্ড ছাপার অনুমতি দেওয়া হল। অর্থাৎ এবার থেকে এটিএম বা ডেবিট কার্ডের মতো ওয়ালেটে রাখা যাবে আধার কার্ড।
ইউআইডিএআইয়ের তরফে টুইটবার্ত🐻ায় বলা হয়, ‘ওয়ালেটে নিয়ে যাওয়ার জন্য সুবিধাজনক আকারে আসছে আপনার আধার।’ অপরটি একটি টুইটে বলা হয়, ‘আপনারা এখন নয়া আধার পিভিসি কার্ডের অর্ডার দিতে পারেন। যা টেকসই, দেখতে আকর্ষণীয় এবং অত্যাধুনিক সুরক্ষা আছে। সুর𓃲ক্ষার মধ্যে আছে হলোগ্রাম, গ্লিউসি প্যাটার্ন, ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্ট।’
কীভাবে আধার পিভিসি কার্ডের জন্য আবেদন করবেন?
১) -এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) 'My Aadhaar section'-এ গিয়ে 'Order Aadhaওar PVC ♓Card' ক্লিক করুন।
৩) এবার ১২ ডিজিটের🐻 আধার নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি বা ২৮ ডিজিটের ইআইডি দিন।
৪) ছবিতে যে ‘সিকিউরিটি কোড’ বা ‘ক্যাপচা’ লিখুন।
৫) ‘Send OTP’-তে ক্লি করুন।
৬) আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে OTP পাবেন।
৭) OTP লিখে তা ‘submit’ করুন।
৮)🍌 ‘submit’-এর পর স্ক্রিনে পিভিসি কার্꧙ডের প্রিভিউ দেখতে পারেন।
৯) তা দেখে নিয়ে নীচে ‘ꦓপেমেন্ট’-এ (payment) ক্লিক করুন। তারপর টাকা দেওয়ার সাইটে চলে যাবেন। সেখানে টাকা দিন।
১০) টাকꦜা জমা দেওয়ার পরই আপনার আধার পিভিসি কার্ডের অর্ডার হ♚য়ে যাবে।
১১) স্পিড পোস্টের মাধ্যমে সেই কার্ড পাবেন।
নয়া কার্ডের জন্য কত টাকা লাগবে?
নয়া কার্ডের জন্য ৫০ টাকা দিতে হবে।