আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির প্রধান তথা দিল্♉লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সদ্য গ্রেফতার হয়েছেন ইডির হাতে। তিনি আপাতত ইডির হেফাজতে জেলবন্দি। গ্রেফতারির পর কেজরিওয়াল সাফ জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দেবেন না। এই পরিস্থিতিতে আম আদমি পার্টির সদস্য অতিশী মারলেনা দাবি করেছেন, খুব শিগগিরই দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কেন্দ্র। আপের এই বিস্ফোরক দাবিকে ‘কাল্পনিক’ ক🌟াহিনি বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।
এক সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির অতিশী দাবি করেছেন,' অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি তাঁর সরকারকে পতন ঘটানোর একটি রাজনৈতিক ষড়যন্ত্র...আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি যে আগামী দিনে, দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে... ২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ, বিজেপিকে 𒁏পরাজিত করেছে। সে কারণেই তারা দিল্লি সরকারকে পতন করতে চায়।'
অতিশীদের কেন এমন বিস্ফোরক দাবি? অতিশী বলছেন, গত কয়েকদিনে পর পর এমন কিছু ঘটে গিয়েছে, যা দেখে এমন আঁচ তাঁরা করছেন। অতিশী বলছেন, ‘গত কয়েক মাসে দিল্লিতে কোনও আইএএস অফিসারকে পোস্টেড করা হয়নি। কোনও পোস্টিং না হওয়ায় পদ খালি থেকে যাচ্ছে। এদিকে, নির্বাচনী বিধি 🌊দেখিয়ে মন্ত্রীদের ডাকা বৈঠকে আসছেন না আমলারা। এদিকে লেফ্টন্যান্ট গভর্নর চিঠি লিখে যাচ্ছিন দিল্লি সরকারের কার্যকারিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে।’
এদিকে, এই দাবির পাল্টা জবাবে বিজেপির তরফে বীরেন্দ্র সচদেবা খো꧑ঁচা দিতে ছাড়েননি আপকে। তিনি বলছেন, ‘ অবাক কাণ্ড যে রাষ্ট্রপতি শাসনের ভয় তাড়িয়ে বেড়াচ্ছে’ আপকে। অতিশীর দাবি নিয়ে বিজেপি বলছে, অতিশী তাঁর চেনা ভুয়ো গল্প, তাঁর ঘটনার শিকার হওয়ার কাহিনি, অপারেশন লোটাসের ঘটনার বদলে এবার নতুন গল্প বেঁধেছেন। বিজেপির বীরেন্দ্র সচদেবা বলছেন, ‘ অতিশী কাল♛্পনিক ও তুচ্ছ গল্পের তৈরিতে পারদর্শী।’