টাটা পাওয়ার ও আদানি পাওয়ার - শুক্রবার শেয়ার বাজারে সময়টা তেমন ভালো গেল না দুই সংস্থার। সপ্ত𒁃াহের শেষ কর্মদিবসে বিএসইতে (বম্ব স্টক এক্সচেঞ্জ) আদানি পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ৪.৯৭ শতাংশ কমে ঠেকেছে ১৬৪.৩ টাকা। সেদিনই অবশ্য ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল (১০৬.১ টাকা)। তারপর কিছুটা উঠে দাঁড়ায়। শুক্রবার বাজার বন্ধের টাটা পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ঠেকে ২০৪.৮ টাকায়। দিনটা 'রেড জোন'-এ শেষ করলেও আদানি গ্রুপের বৈদ্যুতিক সংস্থার থেকে শুক্রবার পতন অনেকটাই কম হয়েছে। সেদি🐷ন টাটা পাওয়ারের শেয়ারের ০.৩৬ শতাংশ পতন হয়েছিল।
বিএসইয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ২০ জুন টাটা পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ১৯০ টাকায় নেমে গিয়েছিল। যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। সেই স্তরে নেমে যাওয়ার মাসদুয়েক আগে ২৯৮ টাকায় পৌঁছে গিয়েছিল। যা আপাতত ৫২ সপ্তাহের সর্বোচ্ཧচ স্তর। অন্যদিকে, গত ২২ অগস্ট আদানি পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ৪৩২.৮ টাকায় পৌঁছে গিয়েছিল। 🧜যা আদানি পাওয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর। চলতি বছরের ১০ জানুয়ারিও প্রতিটি শেয়ারের দাম ছিল ২৭৯.৪ টাকা। কিন্তু আদানি গ্রুপের রক্তক্ষরণ থেকে রেহাই পায়নি আদানি পাওয়ারও।
আরও পড়ুন: Best🦩 Tata Share: ১ লাখ টাকা বেড়ে ১২ কোটি! টাটার এই শেয়ারে মালামাল বিনিয়োগকারীরা
কী বলছেন বিশেষজ্ঞরা?
💦বিজনেস টুডে'তে আনন্দ রাঠীর জিগর এস প্যাটেল জানিয়েছেন, আপাতত টাটা পাওয়ারের ক্ষেত্রে কিছুটা 'ধীরে চলো' নীতি নেওয়া যেতে পারে। আবার Tips2trades-র এআর রামচন্দ্রন জানিয়েছেন, নয়া সপ্তাহে টাটা পা👍ওয়ারের প্রতিটি শেয়ারের দাম ২২৫ টাকা থেকে ২৩৮ টাকার স্তরে পৌঁছাতে পারে।
আরও পড়ুন: Adani stock prices- আদানি গোষ্ঠীর ১০টি শেয়ারের মধ্যে ৮টি-ই🍃 ঊর্ধ্বমুখী! ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা?
অন্যদিকে, আদানি পাওয়ারের বিষয়ে রেলিগেয়র ব্রোকি🐼ং অজিত মিশ্রের মতে, আপাতত সংস্থায় কোনওরকম অবস্থানের ক্ষেত্রে সতর্ক থাক❀া উচিত। Tips2trades-র রামচন্দ্রন জানিয়েছেন, আপাতত বাজার এবং আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ারের যা অবস্থা, তা আদানি পাওয়ারে লগ্নির পক্ষে সহায়ক নয়। তবে নয়া সপ্তাহের প্রতিটি শেয়ারের দাম ১৯৯ টাকা থেকে ২২২ টাকার স্তরে পৌঁছে যেতে পারে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )