পালাবদলের ডাক বিহারে। ফের মহাজোটে ফিরছেন নীতীশ। কিন্তু সেক্ষেত্রে ঠিক কী হতে পারে জেডিইউ, আরজেডি কিংবা বিজেপির। দেখে নেওয়া যাক এক লহমায়।বিজেপির কী সুবিধা হতে পারে?২০২৪ এর লোকসভা ও ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসন জিততে পারে।মাঝপথে ছেড়ে চলে গিয়েছে জেডিইউ। সহানুভূতি পাওয়ার নিরিখে এগিয়ে থাকতে পারে বিজেপি।এবার একলা চলতে হবে বিজেপিকে। সেক্ষেত্রে ওবিসি ও ইবিসির মধ্যে আরও বেশি করে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করতে পারে বিজেপি।অসুবিধা কী হতে পারে? রাজ্যস্তরে শক্তিশালী নেতা খুঁজতে হবে।উন্নয়নের কাজ করানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে বিজেপি।জেডিইউকে ছাড়া মুসলিমদের মধ্য়ে বিজেপির প্রভাব আরও কমতে পারে।কী সুবিধা হবে জেডিইউর?আরও স্থিতিশীল হবে সমর্থন।মুসলিম ও যাদবদের সমর্থন ফিরে পাবে জেডিইউ।নীতীশ কুমারের এই সাফল্য আগামী ২০২৪ সালে তাঁকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবেও উপস্থাপিত করতে পারে।অসুবিধা কী হবে?রাজনৈতিক ডিগবাজির জেরে নীতীশের বিশ্বাসযোগ্যতায় চিড় ধরতে পারে।এই বিশ্বাসঘাতকতার জেরে ২০২৪ সালে সমস্যায় পড়তে পারে জেডিইউআরজেডির কী সুবিধা হতে পারে?ক্ষমতার বৃত্তে ফিরে এল আরজেডি।২০১৫ সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল আরজেডি, সেটা এতদিনে সফল করতে পারবে তারা।আরজেডির ভোটব্যাঙ্কও বাড়তে পারে।কী সমস্যা হতে পারে আরজেডির?জেডিইউর উপর ভরসা কতটা করা যায় তা নিয়ে সংশয় রয়েছে।নীতীশ কুমারের ছায়া থেকে বের হওয়া একটা বড় চ্যালেঞ্জ তেজস্বী যাদবের কাছে।পার্টির পলিসিতেও এবার আঘাত আসতে পারে।