সুপ্রিম কোর্টের আদেশ মেনে অযোধ্যা জেলায় মসজিদ বানানোর জন্য পাঁচ একর জমি বরাদ♎❀্দ করল উত্তরপ্রদেশ সরকার। এদিনই সংসদে নরেন্দ্র মোদী বলেন যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট বানানো হচ্ছে। তবে এই জমি মুসলমানরা নেবে কিনা এখনও ঠিক নেই।
উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোౠর্ড ২৪ তারিখ বৈঠক ডেকেছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। মুসলিম পারসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন ফাইল করার কথা ভাবছে।
সংস্থার সচিব বলেন যে একটা মসজিদের জায়গায় তাদের খালি জমি দেওয়া হচ্ছে, যেটা মেনে নেওয়া যায় না। ওয়াকফ বোর্ড আগেই জানিয়েছে তারা আদালতে ജযাবে না এই বিষয়ে। মৌলানা খালিদ মাহালি বলেন যে ট্রাস্ট গঠন হওয়ার পর এবার রাম মন্দির সম্পর্কিত রাজনীতি বন্ধ করা উচিত।
মহিলা পার্সোনাল ল বোর্ডের প্রধান শায়েস্তা আম্বের বলেছেন যে সুন্নি ওয়াকফ বোর্ডের এই পಌাঁচ একর জমি মুসলমানদের হিতে ব্যবহারꦇ করা উচিত।
রামজন্মভূমি-বাবরি মসজিদ মাম𝓀লায় বিতর্কিত জমি হিন্দুপক্ষকে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অন্যদিকে মুসলমানদের অযোধ্য জেলার মধ্যে পাঁচ একর জমি মসজিদ নির্মাণের জন্য দেওয়ার কথাও বলে শীর্ষ আদালত। সেই মোতাবেক এদিন কাজ হল।