দেশের বৃহত্তম বিমা সংস্থা। মেগা আইপিও। কিন্তু তাতেও ডিসকাউন্টে এনলিস্ট। LIC-র শেয়ার বাজারে অভিষেক মোটামুটি ফ্লপ-ই বলা চলে। আর এমন পরিস্থিতিতে ভারত পেট্রোলি🐠য়ামের শেয়ার বিক্রি করার বিষয়ে চিন্তিত সরকার।
রয়টার্স সূত্রে খবর, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (BPCL) সম্পূর্ণ শেয়ার বিক্রি করবে না সরকার। বিপিসিএলের ২꧋০%-২৫% শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারে। আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এর আগে যদিও সরকার ৫২.৯৮% শেয়ার বিক্রি করে ৮-১০ বিলিয়ন ডলার সংগ্র⛄হে♉র লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল। এর জন্য দরও আহ্বান করা হয়েছিল। করোনার কারণে যদিও এই বিনিয়োগ প্রক্রিয়া ধীর করা হয়।
BPCL-এর জন্য তিনটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) পেয়েছে। এর মধ্যে একটি অফার এসেছে শিল্পপতি অনিল আগরওয়ালের নেতৃত্বাধীনꦓ বেদান্ত গ্রুপ থেকে। বেদান্ত ছাড়াও, প্রাইভেট ইক্যুইটি কোম্পানি অ্যাপোলো গ্লোবাল এবং আই স্কোয়ারের মূলধনী শাখা থিঙ🧔্কগ্যাস অন্তর্ভুক্ত রয়েছে।
তবে, চলতি আর্থিক বছরে BPCL-এর আংশিক বিক্র🐼ি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। সꦏেই প্রক্রিয়ায় ১২ মাসেরও বেশি সময় লাগবে।
২০২০ সালে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্ক,🐭 খনি সংস্থা এবং বিমা সংস্থা সহ বেশিরভাগ সরকারি সংস্থাগুল🔯ি বেসরকারিকরণের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। যদিও সেটা সম্ভব হয়নি।
এলআইসির শনির দশা: মঙ্গলবার শেয়ারবাজারে এলআইসির আত্মপ্রকাশ সুখের হয়নি। স্টক মার্কেটে এলআইসি-র তালিকাভুক্তি ইস্যু মূল্যেরಌ ৮% কম দামে হয়েছে। ৯৪৯ টাকার ইস্যু মূল্যের প্রেক্ষিতে শেয়ার প্রতি ৮৭২ টাকায় তালিকাভুক্ত হয়েছে। LIC শেয়ার ৮৬৭.২০ টাকায় NSE-তে তালিকাভুক্ত হয়েছিল। ইস্যু মূল্য থেকে যা প্রায় ৭৭ টাকা কম।