সকলের জন্য অমলেট ভাজেননি। তা নিয়ে বচসার জেরে সহকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল এক নিরাপত🔯্তারক্ষী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু চেট্টিপালায়মের কাছে ওরাতুকুপ্পাইয়ের নেহেরু নগরে। এই অভিযোগে ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নিরাপত্তারক্ষীর নাম জোসেফ। অন্যদিকে, নিহত নিরপত্তারক্ষী হলেন শেরিফ। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: অগ্নিদগ্ধ 𓃲অন্তঃসত্ত্বার দেহ উদ্ধার বীরভূমে, গর্ভস্থ শিশুর মৃত্যু, তদন্তে পুলি♐শ
জানা গিয়েছে, অভিযুক্ত ও নিহত দুজনেই একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। তাদের সঙ্গে আরও তিন সহকর্মী কোম্পানির ভাড়া নেওয়া একটি ঘরে থাকতেন। তারা সকলে প্রতিদিন পালা করে রান্না করতেন। মঙ্গলবার সকালে কেরলের ভাইকমের বাসিন্দা জোসেফ কুরিয়ানের রান্না করার পালা ছিল। কিন্তু, জোসেফ নিজের জন্য একটি অমলেট ভাজার পর বাকিদের জন্য অমলেট ভাজেননি। তা💜র অন্য সহকর্মীরা হলেন এ শেরিফ, পি বিনোথ, সন্তোষ এবং শিবরামন। এই চারজন কেরলের ত্রিশুরের বাসিন্দা। জানা গিয়েছে, ঘটনার আগের রাতে শেরিফ এবং জোসেফ দুজনেই মদ্যপ অবস্থায় ঘরে ঢুকেছিলেন।
পরের দিন সকালে উঠে জোসেফ শুধুমাত্র নিজের জন্য অমলেট ভাজে। কিন্তু, বাকিদের জন্য অমলেট ভাজেনি। আর তাতেই ঘটে বিপত্তি। কেন সে অন্যদের জন্য অমলেট ভাজেনি তাই নিয়ে শেরিফের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় জোসেফের। সেই সময় রেগে গিয়ে জোসেফ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে শেরিফের পেটে একের পর ⛦এক আঘাত করে। তারপরে মাটিতে লুটিয়ে পড়েন শেরিফ। আশঙ্কাজনক অবস্থায় অন্যান্য সহকর্মীরা তাকে মালুমিচাম্পট্টির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় শেরিফের। তারপরেও অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় কোয়েম্বাটোর মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শেরিফের দেহ হস্তান্তর করা হয়েছে।