ডিআরডিও'র প্রখ্য়াত মিসাইꦏল বিজ্ঞানী রাম নারায়ণ আগরওয়াল প্রয়াত। তিনি অগ্নি মিসাইলের জনক বলেই পরিচিত ছিলেন। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তিনি। হায়দরাবাদে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দূরপাল্লার মিসাইল তৈরির কর্মসূচিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সেই অগ্নি মিসাইলের জনক꧂ প্রয়াত হলেন।
তিনি অগ্নি মিসাইলের প্রথম প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন। ডিআরডিও আধিকারিকরা জানিয়েছেন, অগ্নি♔ম্যান হিসাবে꧑ই পরিচিত ছিলেন তিনি।
প্রাক্তন ডিআরডিও প্রধান ও মিসাইল বিজ্ঞানী ডাঃ জি সতীশ রেড্ডি ডঃ🧸 আগরওয়াল🐲ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ডঃ আগরওয়ালের প্রয়াণে দেশ একজন লিজেন্ডকে হারাল। তিনি দূর পাল্লার মিসাইল তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন।
এদিকে গত মে মাসের শেষ দিকে অগ্নিবাণ রকেটের সফল উৎক্ষেপণে নয়া ইতিহাস তৈরি করেছিল ভারত। চেন্নাই ভিত্তিক স্টার্টআপ অগ্নিকূল কসমসের তৈরি অগ্নিবাণ প্রথমবার উড়ে গেল আকাশে। এরই সঙ্গে মহাকাশ বিজ্ঞানে ভারত একটি বড় লাফ দিল। উল্লেখ্য, বিশ্🅠বে এই প্রথম কোনও সিঙ্গল পিস থ্রিডি প্রিন্টেড ইঞ্জিনের সাহায্যে উড়ে গেল একটি রকেট। অগ্নিকূল স্টার্ಞটআপের প্রতিষ্ঠাতা সিইও শ্রীনাথ রবিচন্দ্রন এই সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ইসরো প্রধান এস সোমনাথও অগ্নিকূল টিমের প্রশংসা করেছিলেন।