সিডিবি এভিয়েশন (China Development Aviation) থেকে ছয়টি এয়ারবাস A320 নিও বিমানের একটি বহর লিজ নিল এয়ার ইন্ডিয়া। উল্লেখ্য, সিডিবি এভিয়েশন আদতে চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ফিনান্সিয়াল লিজিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন একটি আইরিশ সংস্থা। এই সংক্রান্ত চুক্তি সম্পন্ন হতেই সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার রূপান্তর হওয়ার যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ।’ এদিকে সিডিবি এশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এয়ারলাইন ইকোনমিক্স গ্রোথ𓂃 ফ্রন্টিয়ার্স এশিয়া প্যাসিফিক ২০২২ সম্মেলন চলাকালীন এই লিজিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এয়ার ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার নিপুন আগরওয়াল চুক্তি সম্পর্কে বলেন, ‘এটি আমাদের সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি। অত্যাধুনিক বিমানের 🧔অন্তর্ভুক্তিতে আমাদের বহর আরও শক্তিশালী হবে। এটি আমাদের সংযোগ বৃদ্ধি করবে। বিশেষ করে স্বল্প ও মাঝারি দূরত্বের রুটে আরও বেশি সংখ্যক উড়ান পরিচালনা করতে সক্ষম আমরা। আমাদের রূপান্তর যাত্রায় এটি একটি গুরুত্বপূ🃏র্ণ পদক্ষেপ।’
উল্লেখ্য, ভারত সরকার থেকে এয়ার ইন্ডিয়া কেনার পরই টাটার তরফে জানানো হয়েছিল, এই বিমান সংস্থার ভোল বদল করা হবে। আন্তর্জাতিক এবং আন্তঃদেশীয় উড়ানের সংখ্যা বাড়াতে বিমানের সংখ্যা বৃদ্ধি করা হবে। এই আবহে সিডিবি এভিয়ে⭕শনের থেকে এই বিমান লিজ নিল টাটা। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তিনটি এয়ারবাস হাতে পেয়ে যাবে এয়ার ইন্ডিয়া। সিডিবি🐽 এভিয়েশনের চিফ কমার্শিয়াল অফিসার পিটার গুডম্যান বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন বিমান সরবরাহ করার বাজারের ক্ষেত্রে ভারত দ্বিতীয় বৃহত্তম। সিডিবি এভিয়েশনের জন্য ভারতের গুরুত্ব ক্রমেই বাড়ছে।’