Air India: বিমানে কিছু খেতে চাইছিলেন না যাত্রী, চেপে ধরতেই বেরিয়ে পড়ল সত্য়িটা, অবশেষে গ্রেফতার
1 মিনিটে পড়ুন Updated: 17 Jul 2024, 08:25 PM ISTওই যাত্রীকে নিয়ে সন্দেহ দানা বেঁধ🍌েছিল। অবশেষে 💖গ্রেফতার
₹69 lakh,flight AI 992,Air India,gold smuggling,gold,Delhi airport,passenger,এয়ার ইন্ডিয়া,বিমান,দিল্লি এয়ারপোর্ট"/>
ওই যাত্রীকে নিয়ে সন্দেহ দানা বেঁধ🍌েছিল। অবশেষে 💖গ্রেফতার
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৯ লক্ষ টাকার সোনা পাচা🌜রের অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে গ্রেফতার করা ✱হয়েছে। জেদ্দা থেকে দিল্লিগামী ফ্লাইট এআই ৯৯২-তে চেপেছিলেন তিনি। এদিকে বিমানে তিনি কোনও রিফ্রেশমেন্টে অংশ নিতে চাননি।এসব নিয়ে সন্দেহ দানা বাঁধছিল। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।
এদিকে তাকে দীর্ঘ জেরা করা হয়েছিল বিমানবন্দরে। শেষ পর্যন্ত তিনি স্বীকার করে নেন যে তার মলদ্বারে সোনা 🌱লুকনো আছে।🍎 সেকারণেই তিনি জল খাচ্ছিলেন না। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি সাড়ে পাঁচ ঘণ্টার ফ্লাইটে সমস্ত জলখাবার প্রত্যাখ্যান করেছিলেন। ফ্লাইট অ্যা♚টেনডেন্ট প্রত্যেক যাত্রীকে জল খেতে দিলে তিনি প্রথমে জল খেতে অস্বীক🔯ার করেন। ওই যাত্রী তাকে দেওয়া সমস্ত খাবার এবং পানীয়ও প্রত্যাখ্যান করেছিলেন। তার আচরণে সন্দেহ হওয়ায় ফ্লাইট অ্যাটেনডেন্ট ক্যাপ্টেনকে অবহিত করেন, যিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যাত্রীর সন্দেহজনক আচরণ সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেন।
এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লিতে নামার♈ পর নিরাপত্তারক্ষীরা ওই যাত্রীর ওপর কড়া নজর রাখেন। তিনি গ্রিন কাস্টমস ক্লিয়ারেন্স চ্যানেল দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামানো হয়েছিল।