বিমানটি ছিল নিউ ইয়র্ক থেকে দিল্লির। সেখানে এক দম্পতি ছিলেন সওয়ারি। এয়ার ই✅ন্ডিয়ার ওই বিমানে বিজনেস ক্লাসে ভাঙা চোরা আসন ওই দম্পতি পান বলে অভিযোগ তোলেন। চণ্ডীগঢ় নিবাসী এই যাত্রী দম্পতির অভিযোগ, তাঁদের এমন দীর্ঘ যাত্রায় এই ধরনের ভাঙাচোরা সিটের জন্য মানসিক যন্ত্রণা তৈরি হয়। আর সেই যন্ত্রণার অভিযোগ তুলে দম্পতি দ্বরস্থ হন কোর্টের। কোর্টের নির্দেশেই পরে এয়ার ইন্ডিয়াকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, এই মামলায় কোর্টের নজরে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিযোগকারী যাত্রীদ্বয়ের মℱধ্যে একজন বিশেষভাবে সক্ষম ছিলেন। ফলে এই দীর্ঘ যাত্রয় তাঁর অসুবিধা মানসিকভাবেও হয়েছে বলে অভিযোগ তোলেন দম্পতি। তাঁদের দাবি, এয়ারলাইন্সকে টিকিটের ৮ লাখ টাকা দেওয়ার পরও এমন সিট কেন তাঁদের দেওয়া হল, তা নিয়ে। চণ্ডীগড়ের জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন আরও রেকর্ড করেছে যে, অভিযোগকারীরা নিউ ইয়র্ক থেকে দিল্লি পর্যন্ত ৮,২৪,৯৬৪- টাকায় দুটি বিজনেস ক্লাস এয়ার টিকিট কিনেছিলেন। অভিযোগ, তাঁরা বিমানে যে সিটটি পেয়েছিলেন, তা এগিয়ে গিয়ে স্লাইড করতে পারে না। এই নিয়ে তারা অভিযোগ করলেও, লাভের লাভ হয়নি। আদালতের আদেশে আরও বলা হয়েছে যে অভিযোগ সত্ত্বেও এয়ার ইন্ডিয়া পরিস্থিতি সংশোধন করতে ব্যর্থ হয়েছে।