বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মা আবার হাজির হলেন জনসমক্ষে৷ হংকংয়ে কয়েকজন ব্যবসায়িক অংশীদারে👍ౠর সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ বার্তা সংস্থা রয়টার্স একাধিক সূত্রে খবরটি নিশ্চিত করেছে৷
গেল বছর জ্যাক মার ছয়শ' বিলিয়ন ডলার মূল্যের কোম্পানি🤡 আলি বাবার ওপর চিনা নিয়ন্ত্রকদের চাপ বাড়ার পর থেকে খুব একটা দেখা যাচ্ছিল না ত☂াঁকে৷ তাই হংকংয়ে জ্যাক মাকে দেখা যাবার খবরটি ফলাও করে প্রকাশ করছে মিডিয়াগুলো৷
রয়টার্স অবশ্য সূত্রের নাম প্রকাশ করেনি৷ তারা এ ব💛িষয়ে আলি বাবার সঙ্গে যোগাযোগ করেও কোন💙 সাড়া পায়নি৷
একটা সময় বেশ সরব ছিলেন মা৷ তিনি নানা 🍎বিষয়ে খোলাখুলি মত দিতেন৷ গেল অক্টোবরে সাংহাইতে তিনি চিনের রাষ্ট্রীয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সমালোচনা করে বক্তব্য দেন৷ এরপর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান তিনি৷ তার এই ‘হারিয়ে যাওয়া' নিয়ে জল্পনা কল্পনা চলতে থাকে৷ কমে যায় তার অ্যান্ট গ্রুপের শেয়ারের দাম৷
তিন মাস পর হঠাৎ গেল জানুয়ারিতে দেখা দেন মা৷ সাবেক এই শিক্ষক ভিডিওতে একদল শিক্ষকের সঙ্গে আলোচনায় যোগ দেন৷ শেয়ারবাজারেও তার কোম্পানি আবꦆার ঘুরে দাঁড়ায়৷
এরপর মে মাসে চিনের হাংজু শহরে আলিবাবার প্রধান কার্যালয়ে কোম্পানির বাৎসরিক অনুষ্ঠান ‘আলি ডে'তে যোগ দেন তিনি৷ তবে অক্টোব𒊎রের পর এই প্রথম হংকংয়ে দেখা গেল মাকে৷ দেশের বাইরে নিউইয়র্ক ছাড়াও আলি বাবা হংকংয়ের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি৷
চিনের ধনীদের প্রতি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘সবার জন্য উন্নয়নে' সহযোগিꦍতার ডাকে সাড়া দিয়ে গেল সেপ্টেম্বরে ২০২৫ সালের মধ্যে ১০০ বিলিয়ন ইউয়ান (এক লাখ ২৪ হাজার কোটি টাকা) বিনিয়োগের ঘোষণা দেন৷ এরপরও এ বছর গোড়ার দিকে ব্যবসায় একচেটিয়া নিয়ন্ত্রণমূলক আচরণের জন্য আলি বাবাকে ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার (২২ হাজার কোটি টাকা) জরিমানা করা হয়