আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠেছে হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। ঠিক সেই আবহে একজন মহিলা🦋 চিকিৎসককে মারধর করার অভিযো🦹গ উঠল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সিওন হাসপাতালে। রোগী এবং তাঁর আত্মীয়রা মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেছে বলে অভিযোগ। আরজি করের ঘটনার আবহে মুম্বইয়ের ঘটনায় ফের প্রশ্ন উঠেছে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন: RG করের চিকিৎসকের বিচার চাই- প্রতিবাদ পাকিস্তান, অস্ট্রেলিয়া, জাܫর্মানির মতো দেশে
জুনিয়র ডাক্তাররা জানান, ওয়ার্ডে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ও🦄পর হামলার ঘটনা ঘটে, ভোর সাড়ে ৩ টের দিকে। জানা গিয়েছে, অভিযুক্ত রোগী মুখে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তবে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, নিজেকে সামলাতে পারছিলেন না। 𝓀অথচ চিকিৎসাধীন অবস্থায় রোগী ও তাঁর স্বজনরা মহিলা ডাক্তারকে গালিগালাজ করেন ও হুমকি দেন।
অভিযোগ উঠেছে যে পরে রোগী-সহ পরিবারের ৫ থেকে ৬ জন মদ্যপ অবস্থায় চিকিৎসককে নিগ্রহ করেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে চিকিৎসক হাতে আঘাত প꧒ান। পরে তিনি নিরাপত্তারক্ষী🧔দের ডাকলে সেখান থেকে পালিয়ে যান রোগী ও তার পরিবারের সদস্যরা।
হাসপাতালের প্রধান ডাঃ অক্ষয় মোরে বলেন, ‘ঘটনাটি সকাল সাড়ে ৩ টের দিকে ঘটেছে। রোগী এবং তার আত্মীয়রা মদ্যপ অবস্থায় মহিলা চিকিৎসককে মারধর করেছে। এটা খুবই উদ্বেগের বিষয়।’ তিনি রোগী ও তাঁর পরিবারের লোকজন পলাতক। এই ঘটনার পরেই সিওন থানায় অভিযোগ জানান ওই চিকিৎসক। তার ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করেছে। মহিলা চিকিৎসকের সঙ্গে থা🥃নায় যান সিওন হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা।
তাঁরা ব🐎লেছেন, এই𒁃 ঘটনাটি আতঙ্কজনক। এই ঘটনা ফের নিরাপত্তার ব্যর্থতাকে তুলে ধরেছে। অন্যান্য চিকিৎসকদের দাবি, এই পরিস্থিতির জন্য অবিলম্বে সরকারকে মনোযোগী হতে হবে এবং সমস্ত হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে।
এক জুনিয়র ডাক্তার বলেন, ‘আরজি করে যে ঘটনা ঘটেছে, আ▨মরা তার প্রতিবাদে এমনিতেই আন্দোলন করছি। আমাদের দাবি, দোষীদের শাস্তি দিতে হবে এবং কেন্দ্র যাতে আমাদের নিরাপত্তার জন্য আইন আনুক সেটা আমরা চাই।’ এর আগেও চিকিৎসক নিগ্রহের ঘটনা প্রায়ই ঘটেছে । কিন্তু, সবকিছু প্রকাশ্যে আসে না।