♛ মঙ্গলবারই বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের মামলা উঠবে। আর তার আগে তাঁর আইনজীবী রমেন রায়ের উপর কট্টরপন্থীদের হামলার অভিযোগ। তাঁর উপর ভয়াবহ হামলা হয়েছে বলে দাবি করেছেন ইকসনের মুখপাত্র রাধারমন দাস। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই আইনজীবী। আপাতত আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে গোটা বিষয়টি জানিয়েছেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমন দাস।
ꦺ রাধারমন দাস এক্স হ্যান্ডেলে লিখেছেন, আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। তাঁর একমাত্র 'ভুল' হল তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আদালতে সওয়াল করেছিলেন। ইসলামপন্থীরা তাঁর বাড়িতে লুঠপাট চালায়, তার উপর নৃশংসভাবে হামলা করেছে। তিনি আইসিউউতে ভর্তি। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
💖 রাধারমন দাস এবিপি আনন্দ সংবাদমাধ্য়মে জানিয়েছেন, আমি শুনেছি যে সমস্ত আইনজীবী তাঁর (চিন্ময় কৃষ্ণ দাস) হয়ে সওয়াল করছিলেন সকলের উপরেই প্রায় হামলা হয়েছে। আইনজীবী রমেন দাসের উপর হামলা হয়েছে। যারা সহায়তা করতে আসছেন তাঁদের উপরও হামলা হয়েছে। কারা করল বলতে পারছি না। তিনি সিনিয়র সিটিজেন। তাঁর উপর এই হামলা মানা যায় না। তিনি খুব সিরিয়াস অবস্থায় আছেন। আমি শুনেছি কয়েকজনের বাড়িতে এই হামলা হয়েছে। পুলিশ ওদের বিরুদ্ধে মিথ্য়ে মামলাও করছে।
প্রসঙ্গত বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস✱কে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার আদালতে সেই মামলায় তাঁর জামিনের শুনানির কথা রয়েছে। তার আগে এই হামলা বলে দাবি ইসকনের মুখপাত্রের। এদিকে ইতিমধ্য়েই ভারতে নানা কারণে যে বাংলাদেশিরা এসেছিলেন তাঁরা এখন দ্রুত বাংলাদেশে ফিরে যেতে চাইছেন।