ফ্লোরিডায় কুমির প্রায়শই দেখেন স্থানীয়রা। কিন্তু তাই বলে সোজা চার্চের ভিতর! তবে, বেশিক্ষণ সেখানে থাকেননি কু♒মির বাবাজি। চার্চের পাদ্রী তাঁকে 'ব্যাপ্টিইজ করার চেষ্টা'🔯 করতেই কেটে পড়েছেন তিনি।
অ্যা𒅌লিগেটরটির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চার্চের পাদ্রী ড্যানিয়েল গ্রেগরি। মজার ছলে তিনি লেখেন 'যখন চার্চে ঢুকে পড়া অ্যালিগেটর ঈশ্বরকে মেনে নিতে অস্বীকার করে।'
গত ৩০ জুন এই ছবিগুলি পোস্ট করেছেন ড্যানিয়েল। তার মধ্যে একটিতে কুমিরের কাছে দাঁড🍃়িয়ে সেলফি নিতেও দেখা গিয়েছে তাঁকে।
আর সেটা নিয়েই তাঁকে সাবধান করে দিয়েছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন কমিশন। সংস্থার এক প্রতিনিধি এক মার্কিন সংবাদমাধ্যমে বলেন, 'অ্যালিগেটরের বিষয়ে আগ্রহ, সেটি দেখার চেষ্টাকে আমরা সবসময়ে উত্সাহিত করি। কিন্তু কখনও কোনꦑও বন্যপ্রাণীর এতটা কাছে চলে যাওয়া উচিত্ নয়। এটি ভীষণই বিপদজনক হতে পারে।'
পুরো বিষয়ে যদিও সকলেই মজা পেয়েছেন। সেই ড্যানিয়েল জানিয়েছেন, এটি হয়ে এক দিক দিয়ে ভালোই হয়েছে। চার্চের বিষয়ে সকলের কাছে বিনামূল্যে প্রচারও হয়ে গেল। এই ঘটনার পরেই মার্কিন সংবাদমাধ্যমগুলি ভিড় জমায় তাঁর চার্চে।ꦆ ফলে কুমিরের দৌলতে ধর্মপ্রচারও হল, মস্করা তাঁর।