অন্ধ্রপ্রদেশ হয়ে উঠবে স্বর্ণ প্রদেশ। প্রত্যেক ব্যক্তি কমপক্ষে ৪০,০০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩ কোট🎐ি টাকার বেশি আয় করবেন। রাজ্যটি দাঁড়াবে ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিরাট অর্থনীতিতে। এমনই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সে রাজ্যের সরকার। ইতিমধ্যেই পরিকল্পনাটি কেন্দ্রের সঙ্গে শেয়ারও করে ফেলেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তৈরি হবে স্বর্ণ অন্ধ্র প্রদেশ ২০৪৭।
এমনই পরিস্🏅থিতিতে আরও একটি সুখবর। বিশ্বব্যাংক রাজধানী অমরাবতী নির্মাণের জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারকে ১৫,০০০ কোটি টাকার লোন দিতে সম্মত হয়েছে। এর কাজ ডিসেম্বর থেকে শুরু হবে। মঙ্গলবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আরও জানিয়েছেন যে 'আমরা দ্রুত কাজ করব'।
একটি প্রেস কনফা🍌রেন্স💎ে ভাষণ দেওয়ার সময়, চন্দ্রবাবু নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র পোলাভারম প্রকল্পের নির্মাণ কাজের জন্য ১২,৫০০ কোটি টাকা ছাড়তে সম্মত হয়েছে।
তিনি আরও বলেছিলে𒉰ন যে তেল ও গ্যাসের প্রধান কোম্পানি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড রাজ্যে ৮৫,০০০ কোটি টাকা ব༺িনিয়োগ করে একটি শোধনাগার স্থাপন করবে। সংস্থাটি বর্তমানে লোকেশন বাছাই করার জন্য একটি সমীক্ষা চালাচ্ছে।
এদিন নাইডু আরও উল্লেখ কর⛎েছেন যে ভো📖গপুরমের নতুন বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দরটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। প্রজেক্ট নির্মাণের দায়িত্বে থাকা জিএমআর গ্রুপকে বিমানবন্দরটির কাছাকাছি একটি 'সিভিল এভিয়েশন ইউনিভার্সিটি' স্থাপন করতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে বিজয়ওয়াড়া এবং হায়দরাবাদের মধ্যে একটি নতুন এক্সপ্রেসওয়ে, তারই সঙ্গে অমরাবতীতে ১৮৫ কিলোমিটার আউটার রিং রোড তৈরি করার কথাও বলেন।অবশেষে, তিনি এও জানান যে কেন্দ্রীয় সরকার বিশাখাপত্তনম ইস্পাত প্ল্যান্টের ভবিষ্যতের জন্য ভাব﷽নাচিন্তা করছে।
আরও পড়ুন: (ফল ও সবজির দামের মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষকেরা! বাকি লাভ ক𓆉োথায় যায়? RBI রিপোর্টে চাঞ্চল্য)
আর্থিক ক্ষতিতে অন্ধ্র প্রদেশ
মুখ্যমন্ত্রী গত পাঁচ বছরে রাজ্য যে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে, 👍তা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তাঁর দাবি, আগের ওয়াইএসআরসিপি সরকার কেন্দ্রীয় সরকারের তহবিল সঠিকভাবে ব্যবহার করেনি। এর ফলে আরও তহবিল পেতে দেরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে রাজ্যে ৮৫ লক্ষ টন আবর্জনা জমা হয়েছে। বর্তমান সরকার এখন তা পরিষ্কার করছে।