বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জ্ঞানবাপী মামলায় নিজেকে পক্ষ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। নিজের আবেদনে বিজেপি নেতা বলেন, ১৯৯১ সালে প্রণীত উপাসনালয় আইন মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, এই বিষয়টি সরাসরি তাঁর ধর্মীয় স্বাধীনতার অধিকারের সঙ্গে জড়িত। তাঁর দাবি, জ্ঞানবাপীতে বহু শতাব্দী ধরে ভগবান আদি বিশ্বেশ্বর পূজিত হয়ে আসছেন। এই সম্পত🐓্তি সবসময় তাঁর ছিল।
অ্যাডভোকেট উপাধ্যায় নিজের আবেদনে বলেন, কোনও অবস্থাতেই বিশ্বেশ্বরের সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া যাবে না। তি🔯নি বলেন, যে কোনও মন্দিরে একব♈ার প্রাণ প্রতিষ্ঠিত হলে কিছু অংশ ধ্বংস করে বা তার রূপ পরিবর্তন করলেও, মন্দিরের চরিত্র বদলা করা যায় না। অশ্বিনী উপাধ্যায় বলেন, মন্দিরের ধর্মীয় প্রকৃতির কোনও পরিবর্তন তখনই ঘটতে পারে যখন মন্দিরে প্রতিষ্ঠিত প্রতিমাগুলি বিসর্জন দেওয়া হয়। বিজেপি নেতা তাঁর পিটিশনে আরও যুক্তি করেছেন যে, ইসলামি নীতি অনুযায়ী মন্দির ভেঙে তৈরি করা ভবন মসজিদ হতে পারে না।
উপাধ্যায় বলেন যে ১৯৯১ সালের উপাসনালয় আইন একটি ধর্মীয় স্থানের প্রকৃতি নির্ধারণ করা থেকে থামায় না। তাঁর আবেদনে তিনি জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার বিরুদ্ধে দায়ের করা মসজিদ কমিটির আবেদন খারিজ করতে চেয়ে পালটা আর্জি জানিয়েছেন। অশ্বিনী উপাধ্যায় বলেছেন যে জ্ঞানবাপী মসজিদের জরিপের বিরুদ্ধে দায়ের করা আবেদনটি তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন করে। বিজেপি নেতা বলেছেন, ‘সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে আবেদনকারীর ন্যায়বিচারের অধিকার নিশ্চিত ক🌸রা হয়েছে। এছাড়া সংবিধানের ২১ নং ধারায় মর্যাদার অধিকারের কথা বলা আছে। শুধু তাই নয়, ২৫ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। ধর্মীয় স্থান পুনরুজ্জীবনের অধিকার ২৬ নং ধারায় দেওয়া হয়েছে। এ ছাড়া সংস্কৃতি অনুসরণের অধিকার ২৯ নং ধারায় প্রদান করা হয়েছে। এই সব এই পিটিশন সম্পর্কিত।’