প্রকৃতির রোষে স্বজন হারিয়ে রাজ বংশের সদস্য ও প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভে ফেটে পড়লেন স্পেনের ভ্যালেনসিয়ার পাইপোর্তা এলাকার বাসি🔯ন্দারা। দেশের রাজা, রানি ও প্রধানমন্ত্রী এলাকায় পৌঁছতেই তাঁদের মুখে কাদা ছুড়ে মারলেন ভুক্তভোগীরা। রবিবারের এই ঘটনায় স্বভাবতই বিব্রত স্প্যানিশ প্রশাসন।
উল্লেখ্য়, গত মঙ্গলবারের ভয়াবহ বন্যায় স্পেনে এখনও পর্যন্ত সরকারিভাবে অন্তত ২১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে কেবলম♋াত্র ভ্যালেনসিয়াতেই ৭০ জনের বেশি বাসিন্দার প্রাণ গিয়েছে। স্বজন হারানো মানুষের হাহাকার ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
এই প্রেক্ষাপটে রবিবার ভ্যালেনসিয়ারꦇ দুর্গত এলাকায় আসেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লღেতিজিয়া এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তখনই তাঁদের লক্ষ করে কাদা ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা।
জনরোষের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন ওই ত🍸িনজন। সূত্রের খবর, এই ঘটনার পরꦫ আবারও একবার ওই এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।
সূত্রের খবর, এলাকায় পৌঁছেই জনরো𝓡ষের আঁচ পেয়েছিলেন তিন ভিভিআইপি পরিদর্শক। তাঁরা আক্রান্তদের শান্ত করার চেষ্টাও করেন। কিন্তু, তাতে লাভ হয়নি। উলটে, বিক্ষুব্ধ বাসিন্দাদের ছোড়া কাদা রাজা ও রানি মুখে, পোশাকে এসে লাগে!
এই সময় বিক্ষোভকারীদের রাজা-রানি ও প্রধানমন্ত্রীকে চেঁচিয়ে 'খুনি' বলে সম্বোধন করতেও শোনা যায়। নিরাপত্তা আধিকারিকরা দ্রুত তিন বিশꦓিষ্টকে ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি 🌺করে ফেলেন এবং কাদা হামলা থেকে তাঁদের বাঁচাতে ছাতা খুলে আড়াল করেন।
তবে, এই ঘটনার পরও কোনও বিরূপ প্রতিক্রিয়া দেননি রাজা ষষ্ঠ ফিলিপ। উলটে তিনি বলেন, যাঁরা এই দুর্যোগে স💜্বজন হারিয়েছেন, তাঁদের এই 'রাগ ও হতাশা যথেষ্ট যুক্তিযুক্ত'। তাঁর আশা, স্পেনের মানুষও এই ক্ষোভের কারণ নিশ্চয় বুঝতে পারবে।
স্থানীয় সূত্রের দাবি, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সবথেকে বেশি ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সানচেজ এবং ভ্যালেনসিয়ার প্রাদেশিক সরকারের প্রধান কার্লোস ম্যাꦡজনের উপর।
উল্লেখ্য, এই ঘটনার পর ম্যাজন তাঁর এক্স হ্য়༺ান্ডেলের লিখেছেন, 'আমি অবশ্য়ই এই সামাজিক রাগের কারণ বুঝতে পারছি। আমি এই ক্ষোভ গ্রহণ করছি। এটা আমার রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।'
সূত্রের দাবি, এই ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের গাড়ির একটি রেয়ার উইন্ডোও ভেঙে ꦦগিয়েছে। আর তারপরই স💝্থানীয় রাজনীতিকরা এই এলাকা ছেড়ে চলে যান।
সোশালিস্ট পার্টির নেতা এই ঘটনা প্রসঙ্গে বলেন, যে দুর্যোগ ঘটেছে, তাতে মানুষের রাগ হওয়া খুবই স্বাভাবিক। তবে, স্বজনহারাদের অনুꦰভূতির প্রতি সমবেদনা থাকলেও, ℱতিনি 'সমস্ত রকমের হিংসা'র প্রতিবাদ জানিয়েছেন।