রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তার আজকে নতুন করে নামকরণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ইন্ডিয়া গেটের সামনে আজ নেতাজির মূর্তিও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই অনুষ্ঠানে থাকবেন না সুভাষ-কন্যা অনিতা বসু পাফ। আজকের দিনে নেতাজির মূর্তি উন্মোচন করায় খুশি নন অনিতা। অনিতার অভিযোগ, আজকের দিনের সঙ্গে নেতাজির কোনও যোগ নেই। (আরও পড়ুন: পুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপ রাজ্য😼 🐽সরকারের, ডিএ মামলার আগে জারি নির্দেশিকা)
এই বিষয়ে অনিতা বলেন, ‘২৯ অগস্ট আমাকে খবর দেওয়া হয়েছিল যে একটা আমন্ত্রণ আসতে পারে। এরপর ৩ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রক সরকারি আমন্ত্রণপত্র পাঠায়। তবে এখনও পর্যন্ত কোনও অনুষ্ঠানসূচি দেখলাম না। অবশ্য কিছু নাও হতে পারে। আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী খুব অল্প ক্ষণের জন্য উপস্থিত থাকবেন। সেখানে গেলে অনেক দূর থেকে তাঁ๊কে শুধু দেখতে পাব। কয়েকশো দর্শকের মাঝে আমি বসে থাকি বা না থাকি, তাতে কারও কিছু যায় আসবে না।’
অনিতা আরও বলেন, ‘এটা বোঝা যাচ্ছে, সরকার নেতাজিকে সম্মান জানাতে চায়। কিন্তু পুরো বিষয়টা খুব বিভ্রান্তিকর হয়ে পড়ছে। আমাদের এটা মেনে নিতে হবে যে, আজকের কর্মসূচিতে অনেক কিছু হবে। নেতাজির মূর্তি উন্মোচনের বিষয়টি সেগুলির মধ্যে একটি মাত্র।’ তিনি আরও বলেন, ‘আমি এই বিষয়টা নিয়ে খুশি নই। সমস্ত আয়োজনটাই অত্যন্ত বিশৃঙ্খল। তবে মূর্তি উন্মোচনে আমি অবশ্যই খুশি। তবে এই মূর্তি উন্মোচনের জন্য ৮ সেপ্টেম্বর তারিখটা বেছে নেওয়ার বিষয়টা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। কারণ নেতাজির সঙ্গে আজকের তারিখে🅠র কোনও যোগ নেই। আমরা মোটামুটি আশা করেছিলাম, ২১ অক্টোবর (আজাদ হিন্দ গঠনের দিন) বা ২৩ জানুয়ারি (সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী) এই মূর্তি উন্মোচিত হবে।’