নিশা আনন্দহিজাব বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন ইরানের ক্রীড়াবিদ পরমিদা ঘাসেমি। ইরানের এক সাংবাদিক মসিহ আলিনেজাদ টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই মহিলা ক্রীড়়াবিদ মঞ্চেই তাঁর মাথায় স্কার্ফটা খুলে ফেলছেন। তাঁর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই।তবে ইরানের ওই সাংবাদিক টুইটারে উল্লেখ করেছেন,ইসলামিক রিপাব্লিকের নেতা আলি খামেনেই জানিয়েছেন, মহিলা ক্রীড়াবিদদের মেডেল জেতার তুলনায় হিজাব রাখাটা বেশি দরকার।পারমিদা ঘাসেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমস্ত আধিকারিকদের সামনে হিজাব খুলে ফেলেছেন। এটা ইরানের একটি অপমানজনক দিক। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।আসলে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্য়ুর ঘটনায় নড়ে উঠেছিল ইরান। হিজাববিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল ইরানের মাটি। তার ঢেউ আছড়ে পড়ে বিভিন্ন দেশে। গত ১৭ সেপ্টেম্বর আমিনিকে আটক করেছিল পুলিশ। তিনি নাকি ভালো করে হিজাব পরেননি। এরপর আমিনির মৃত্যু নাড়িয়ে দিয়েছিল ইরানের নারীদের। প্রকাশ্য রাস্তায় হিজাব খুলে তাঁরা প্রতিবাদে শামিল হন।সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুসারে ৩ নভেম্বর পর্যন্ত এই প্রতিবাদ আন্দোলনের জেরে ২৮০জনের মৃত্যু হয়। তবুও প্রতিবাদের ঝড় থামেনি। তবে এবার খেলার দুনিয়াতেও হিজাব বিরোধী আন্দোলনের ছায়া পড়ল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিজাব খুলে প্রতিবাদ জানালেন মহিলা ক্রীড়াবিদ।