ফুটবল বিশ্বকাপ এলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নানা প্রতিযোগিতা শুরু হয়ে যায়৷ পাল্লা দিয়ে পতাকা তৈরি করছেন কুমিল্লার ফুটবল ভক্তরা৷ বরুড়া উপজেলায় আর্জেಌন্টিনা দলের সমর্থকদের তৈরি ২০০ হাত লম্বা পতাকা হৈচৈ ফেলে দেয়৷ আর তাদের টেক্কা দিতে এবার ৫০০ হাতের দীর্ঘ পতাকা তৈরি করেছে ব্রাজিল সমর্থকেরা৷ বরুড়া পৌরসভার কসামি এলাকার একদল তরুণ ‘কসামি ব্রাজিল ফ্যানস'- উদ্যোগে রোববার বিকালে ওই পতাকাটি তৈরি করে টানালে সাড়া পড়ে যায়৷ সোমবার সকাল থেকে বিশাল পতাকাটি দেখতে ভিড় করেন আশপাশের এলাকার শতশত মানুষ৷
পতাকাটি দেখতে🐭 আসা ওই এඣলাকার মোস্তাফিজুর রহমান বলেন, গত সপ্তাহে আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বা পতাকা টানিয়ে হৈ-চৈ ফেলে৷ এরপর কসামি এলাকার গাজী দেলোয়ার হোসেন, জামাল হোসেন, মোহাম্মদ জহির, হেলাল উদ্দিস ও জুবায়ের হোসেন-সহ ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৫০০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছে৷ তানভীর আলম নামের আরেকজন মজা করে বলেন, ‘এখন শুনেছি, আর্জেন্টিনার সমর্থকরাও ভিন্ন কিছু করার চেষ্টা করছে৷'
পতাকাটির কারিগরের একজন জামাল হোসেন ⛎বলেন, ‘আমাদের এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বা পতাকা টাঙিয়েছিল৷ সেটাকে টেক্কা দিয়ে আমরা ব্রাজিলের সমর্থকরা ৫০০ হাত লম্বা পতাকা প্🐭রদর্শন করলাম৷ এতে মনে শান্তি অনুভব করছি৷
এ প্রসঙ্গে রুবেল মিয়া নামে আর্জেন্টিনার এক সমর্থক বলেন, ‘আমাদের দেখেই তারা বড় পতাকা বানিয়েছে৷ এবার আমরাও ভিন্ন কিছু করতে চাই৷ তবে আমাদের এই প্রতিযোগিত💎া শুধুই মনের আনন্দের জন্য৷ আমরা সবাই মিলেমিশে এবারের বিশ্বকাপ উপভোগ করব৷" বরুড়া পৌরসভার মেয়র বক্তার হোসেন বলেন, ‘দুদলের সর্থকেরাই এলাকায় পতাকা লাগিয়েছে৷ তবে পতাকা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমি দুটিই নামিয়ে ফেলব৷ বিশ্বকাপ ঘিরে বিশৃঙ্খলা তৈরির কোনও সুযোগ নেই৷'
এদিকে বিশ্বকাপ উত্তেজনা ঘিরে পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘মানুষ তার পছন্দের দলকে সমর্থন করবে, স⛎মর্থকরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবেন,🃏 এতে কোনও দোষ নেই৷ তবে এসব করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷'