রাহুল সিং
সেনার নতুন ইউনিফর্ম যাতে কোনওভাবেই ভুলভাবে ব্যবহার করা না হয় তা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে সেনা কর্তৃপক্ষ। সূত্রের খবর, সুরক্ষার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখছে সেনা।নতুন ইউনিফর্মের পেটেন্ট রাখার ব্꧅যাপারেও আবেদন করা হয়েছে। সেক্ষেত্রে অনুমোদনহীনভাবে এই ধরনের ইউনিফর্ম বাইরে বিক্রি হলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। সেনারা যাতে অনুমোদিত জায়গা থেকেই ইউনিফর্ম কেনেন সেকথা জানানো হয়েছে।
প্রসঙ্গত চলতি বছরের ১৫ জানুয়ারি আর্মি ডে তে এই নয়া ইউনিফর্ম চালু করা হয়েছিল। আগামী তিন বছরের মধ্যে গওোটা সেনাবাহিনী এই নতুন ইউনিফর্মই পরবে। আরও ভালো ক্যামেফ্লেজ, আরও স্বাচ্ছন্দ্যে ও ভালো ডিজাইনের এই ইউনিফর্ম করা হয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন, অনুমোদনহীনভাবে যারা এই ধরনের ইউনিফর্ম ও ছিট বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আಌর্মি ক্যান্টনমেন্টের কাছাকাছি এলাকায় একাধিক দর্জির দোকানে এই ধরনের ইউনিফর্ম বিক্রি হচ্ছে বলেও অভিযোগ। এনিয়ে দিল🌠্লি ক্যান্টনমেন্ট এলাকায় ইতিমধ্যেই সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে।
এদিকে নতুন এই ইউনিফর্ম অনেকটাই উন্নতমানের ও ভালো ডিজাইনের। সূত্রের খবর, ২০২২ সালের অগস্ট মাস থেকে কেবলমাত্র সিএসডি আউটলেটেই এই ধরনের ইউনিফর্ম পাওয়া যাবে। সেক্ষেত্রে অনুমোদনহীন কোনও দোকান থেꦿকে যাতে এই ধরনের ইউনিফর্ম সেনারা না কেনেন সেব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।