ডোনাল্ড ট্রাম্প ফের একবার মার্কিন প্রেসি🦩ডেন্টের কুর্সিতে বসার আগেই পৌঁছতে হবে আমেরিকায়! এই লক্ষ্য সামনে রেখেই বুধবার মেক্সিকোর 🐼টাপাচুলা শহর থেকে হাঁটা শুরু করেছেন শয়ে শয়ে পরিযায়ী!
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্ཧযমে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। তাদের তরফে প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুসারে, ট্রাম্প ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, এবার হোয়াইট হাউসে ফিরেই সীমান্ত সুরক্ষা নীতি আরও কঠোর করবেন তিনি। যাতে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা যায়।
একইসঙ্গে, আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারী অ-মার্কিনিদের দ্রুত তাঁদের দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেও আগামী জানুয়ারি মাসে দায়িত্বভার ജগ্রহণ করবেন তিনি। তার আগেই আমেরিকায় পৌঁছে যেতে চাইছেন মেক্সিকো ও অন্যান্য দেশের সেইসব নাগরিক, যাঁরা ভাগ্যান্বেষণে মার্কিন মুলুকে পাড়ি দেন।
সূত্রের দাবি, স্থানীয় সময় অনুসারে বুধবার কাক𒈔ভোর🐈ে টাপাচুলা থেকে হাঁটা শুরু করে প্রায় ১,৫০০ পরিযায়ীর একটি বিরাট দল! গন্তব্যে পৌঁছতে তাদের হাঁটতে হবে প্রায় ২,৬০০ কিলোমিটার (১,৬০০ মাইলেরও বেশি)!
তাঁদেরই মধ্যে একজন সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, 'ওখানে (আমেরিকায়) পৌঁছতে ♊পারাটাই আমার লক্ষ্য। আমি চাই, ট্রাম্প ক্ষমতায় বসার আগেই যাতে আমি আ🅺মার অ্যাসাইলাম বা আশ্রয় পাওয়ার আবেদন জানাতে পারি এবং আমার সাক্ষাৎকার পর্বও যাতে মিটে যায়।'
একইসঙ্গে ওই ব্যক্তির গলায় ঝরে পড়েছে চরম🦄 হতাশা। তিনি বলেছেন, 'যদি ট্রাম্প ক্ষমতা দখলের আগে আমি সেখানে থাকার আবেদন জানানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট না পাই, তাহলে আমি পুরোটাই ঈশ্বরের হাতে ছেড়ে দেব। তিনি আমার সঙ্গে যা করবেন, আমি সেটাই মেনে নেব।'
প্রায় একই সুর শোনা গিয়েছে এক মহিলা পরিযায়ীর গলাতেও। তিনি বলেন, তাঁর ভয় হল, দ্রুত যদি সীমান্ত না পেরোতে পারেন, তাহলে তাঁকে এপারেই (মেক্সিকোয়) আটকে থাকতে হবে। তাহলে এত দিন ধরে আমেরিকা পৌঁছনোর জন্য তিনি যত পরিশ্রম কꦡরেছেন, সব বিফল হয়ে যাবে। তাই, শত কষ্ট সত্ত্বেও তিনি তাঁর সফর অব্যাহত রাখার সিদ💜্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন আমেরিকায় বেআইনি অভিবাসন ও অনুপ্রবেশের ব🔥াড়বাড়ন্ত নিয়ে আগাগোড়া সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টের কুর্সিতে ফিরলেই তাঁর সরকার ও সেনা প্রশাসন বেআইনি অভ🎉িবাসীদের দলে দলে আমেরিকা থেক💯ে বিদায় করবে।
মার্কিন প্রশাসনের হিসাব বলছে, এই🀅 মুহূর্তে আমেরিকায় অন্তত ১ কোটি ১০ লক্ষ মানুষ বেআইনিভাবে💖 বসবাস করছে। ট্রাম্পের অভিযোগ, এই অনুপ্রবেশকারীরাই আমেরিকানদের লুট করছে, খুন করছে, ধর্ষণ করছে!
এদিকে, বুধবারই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম বলেন, তাঁর সরকার একটি প্রামাণ্য নথি প্রস্তুত করছে। যে নথি 🦩প্রমাণ করবে, আমেরিকার আর্থিক উন্নয়নে মেক্সিকো থেকে যাওয়া কর্মী ও শ্রমিকদের ঠিক কতটা অবদান রয়েছে।