কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে স্পাইডারম্যান বলে অভিহিত করেন অরুণাচলপ্রদেশের বিজেপি সাংসদ তাপির গাও। প্রসংশাসূচক অর্থে গড়করিকে স্পাইডারম্যান বলেন গাও। তাঁর কথায় গড়করিღ সারা দেশে সড়কের জ🦹াল বিস্তার করছেন। সেই অর্থে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী গড়করিকে স্পাইডারম্যান বলেন গাও।
বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসা করতে গিয়ে এদিন বলেন, ‘আমি নীতিন গডকরি সাহেবের নাম পরিবর্তন করে স্পাইডারম্যান করেছি। মাকড়সা যেমন জাল বোনে, সেভাবেই নীতিন গড়করিও দেশে রাস্তার জাল বিছিয়ে দিচ্ছেন।’ বিজেপি সাংসদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রে দায়িত্ব নেওয়ার পর থেকে, এবং নীতিন গড়করি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্র🐠ী নিযুক্ত হওয়ার পর থেকে দেশের সংবেদনশীল এলাকায়, বিশেষ করে চিন সীমান্তে রাস্তা নির্মাণের গতি বেড়েছে।’ গাও জানান, সরকার ম্যাকমোহন লাইন বরাবর দুই লেন বিশিষ্ট একটি সড়ক তৈরি করছে।
এদিকে গাও এমন এক সময়ের কথাও বলেন যখন বিজেপির সভাপতি ꧙হিসেবে গড়করি ভারত-চিন সীমান্তের কাছে সংবেদনশীল এলাকা পরিদর্শনের জন্য একটি প্যানেল গঠন করেছিলেন। গাও বলেন, ‘প্যানেলটি সমস্ত এলাকা কভার করতে 'কয়েক দিন' সময় নিয়েছিল কারণ রাস্তাগুলি খারাপ ছিল♏। এখন অবশ্য সেই সমস্ত এলাকায় রাস্তা তৈরি করা হচ্ছে।’ শেষমেষ গাও বলেন, ‘আশা করি স্পাইডারম্যান এভাবেই কাজ করে যাবেন।’