বাংলা নিউজ > ঘরে বাইরে > Owaisi on Gyanvapi Mosque: ‘প্রতিটি মসজিদেই আছে...’, জ্ঞানবাপী ‘শিবলিঙ্গ বিতর্কে’ আদালতকে তুলোধোনা ওয়াইসির
জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা শেষ। তবে শেষ দিনেই চরম বিতর্ক তৈরি হল কাশী ধামের এই মসজিদ ঘিরে। সমীক্ষার পরই বারাণসী আদালতে একটি আবেদন জমা পড়ে যে মসজিদে একটি শিবলিঙ্গ আছে। সেই আবেদন জমা পড়তেই মসজিদের ওজুখানা সিল করার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। এই আবহে এবার আদালতের এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ আখ্যা দিলেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। পেশায় আইনজীবী ওয়াইসির সাফ কথা, মসজিদের জায়গা সিল করার এই নির্দেশ ১৯৯১ সালের ‘প্লেস অফ ওয়ারশিপ’ আইনের পরিপন্থী। (আরও পড়ুন: নদীর তীরে তাজমহলের ভূগর্ভস্থ কক্ষগুলিতে লু❀কিয়ে ♕কোন রহস্য? প্রকাশ্যে ছবি)