অসমে বাতিল হওয়া পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হল। বোর্ড অফ সেকেন্ডারি এক্সামের তরফে ক্লাস ১০ এর জেনারেল সায়েন্সের পরীক্ষার নতুন দিন ধার্য করা হয়েছে ৩০ মার্চ ২০২৩। অসম শিক্ষামন্ত্রী রনোজ পেগু এই নতুন দিনের কথা ঘোষণা করেছেন। তিনি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই নত🐲ুন দিনের কথা ঘোষণা করেছেন।
এর সঙ্গেই জুনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল গানিরগ্রামে বাতিল হওয়া𝐆 ইংরেজি পরীক্ষা হবে ২৮ মার্চ ২০২৩। এমনটাই টুইট করে জানানো হয়েছে।
এদিকে আসাম বোর্ডের 🎀জেনারেল সায়েন্সের পরীক্ষা ১৩ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে একটা খবর রটেছিল। বিভিন্ন মিডিয়াতেও এনিয়ে খবর সামনে আসে। এরপরই SEBA'র পক্ষ থেকে জানানো হয়েছিল হাতে লেখা মডেল প্রশ্নপত্র কিছু পড়ুয়ার মধ্য൲ে বিলি করা হয়েছিল। সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে এটা ছড়ানো হয়েছিল। তার জেরেই সেই পরীক্ষাকে বাতিল করা হয়। আসলে কোনও ঝুঁকি নিতে চায়নি বোর্ড।
এরপরই পেপার লিক হয়ে গিয়েছে বলে নানা চর্চা শুরু হয়ে যায়। অন্য়দিক🉐ে শিক্ষജামন্ত্রী আগেই জানিয়েছিলেন পরীক্ষার্থীরা যেন এনিয়ে আতঙ্কিত না হয়। এরপরই অফিসিয়াল নোটিশে বলা হয়, এটা আমাদের বিশ্বাস যে এই ধরনের খবর, পরীক্ষার্থীদের মধ্য়ে বিভ্রান্তি তৈরি করে। সেকಞারণেই ১৩ মার্চ যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা বাতিল বলে ঘোষণা করা হচ্ছে। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। জেনারেল সায়েন্স পরীক্ষাই বাতিল করা হয়েছিল।