উৎপল পরাশর
অসম পুলিশ সোমবার আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগ থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার 𓆏করেছে। এই এবিটির সঙ্গে আল কায়দার যোগ 🤪রয়েছে বলে দাবি করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইটারে ওই গ্রেফতারের কথা জানান। ধৃতদের অন্যতম সাদেক আলি, জাকিবুল আলি, হাবেল আলি ও আবু রাইহানের গ্রেফতারের কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
অসমের মুখ্যমন্ত্রী টুইটারে জানিয়েছেন, অসম থেকে জেহাদের সব উপকরণকে আমরা উপড়ে ফেলতে চাই। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, ඣসাদেক, জᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাকিবুল এবিটিতে যোগ দেওয়ার জন্য যুবকদের লোভ দেখাত।
তিনি টুইট করে জানিয়েছেন, সাদেক আলির গ্রেফতার একটি উল্লেখযোগ্য ঘটনা। জাকিব♎ুল আলির মতো ব্যক্তিরা যুব༒কদের সংগঠনের আনার জন্য গত দুবছর ধরে চেষ্টা করত।জেএমবি ও নিও জেএমবির মতো সংগঠনের সঙ্গেও যুক্ত থাকত তারা।
এদিকে গত এপ্রিল মাস থেকে রাজ্য় সরকার অন্তত ৪০জনকে এবিটির সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। বাংলাদেশি নাগরিককেও এই ঘটনায় গ্রেফতার করা হয়। এদিকে গত মাসে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, ৮৪জন ব্য়ক্তিকে গত ২০১৬ সালের মে মাস থেকে গ্রেফতার করা হয়েছে। জেꦜহাদি যোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাদের।
সেই ধৃতদের মধ্যে ৩৫জন জামাত উল💫 মুজাহিদিন বাংলাদেশের, ৯জন হিজবুল মুজাহিদিন ও অন্যান্য ৪০জন আনসারুল্লাহ বাংলা টিমের। এই তিন গ্রুপই বা🀅ংলাদেশের বলে দাবি করা হচ্ছে।
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই লোকগুলো মাদ্রাসাতে, মসজিদে জেহাদি বক্তব্🎐য পেশ করত। জেহাদি কাগজপত্রও বিলি করত বলে অভিযোগ।