রাজ্যে করোনা সংক্রম🍎ণ ক্রমবর্ধমান বাড়ায় অবশেষে পূর্ণ লকডাউনের পথে হাঁটল অসম সরকার।অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করল সরকার। শনিবার নয়া এই কোভিড নির্দেশিকা জারি করা হয়েছে। যা রাজ্যের সমস্ত জেলায় ১৬ মে সকাল ৫ টা থেꦜকে কার্যকর হবে।
নির্দেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৫ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৭ ঘণ্টা সাধারণ মানু্ষ🐓ের বাইরে বেরতে ꦑপারবেন।
নির্দেশে আরও বলা হয়েছে, প্রত্যেক দিন সমস্ত দোকান ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান সকাল ১১ টা থেকে বন্ধ থাকবে। এছাড়াও নির্দিষ্ট প্রয়োজনীয় পরিষেবাগুলোকে ছাড় দেওয়া ⛎বাদে বাকি সব বন্ধ থাকবে।
সরকারি যানবাহন ও চিকিৎসা সংক্রান্ত জরুরী পরিষেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্🐟যান্য সমস্ত যানবাহন জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের সিদ্ধান্ত অনুয়ায়ী জোড়-বিজোড় সংখ্যার অনুপাতে নির্দিষ্ট সূত্র মেনে সকাল ৫ টা থেকে দুপুর ১২ꦍটা পর্যন্ত চলতে পারবে।
মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়ার সই করা ১৫ মে’র ওই নির্দেশে বলা হয়েছে, নয়া এই নির্দেশ পুরসভা, পুরবোর্ড ও শহরাঞ্চলের পরিধি থেকে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেসমস্🌌ত শহর ও শহরতলী পড়ছে সেইসমস্ত এলাকার ক্ষেত্রে এই নির্দেশ ১৬ মে সকাল ৫টা থেকে লাগু হবে যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে।