বাল্যবিবাহ রুখতে একের পর এক কড়া পদক্ষেপ করেছে অসম সরকার। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স🧔রকার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে। মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পথে অসম সরকার। দ্রুত এনিয়ে বিল আনা হবে। বুধবারই হিমন্ত বিশ্ব শর্মা জানান, শীঘ্রই রাজ্য সরকারের তরফে এই বিল আনা হবে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে খসড়া। বিধানসভায় অধিবেশনে এই বিল আনা হবে। হিমন্ত জানিয়েছেন, যে নতুন আইনটি ১৮ বছরের কম বয়সিদের বিবাহ নিষিদ্ধ করবে। এনিয়ে অসম সরকারের নিন্দা করেছে বিরোধীরা।
আরও পড়ুন: ১২-১৩♔টা জেলায় সংখ্য়ালঘু হয়ে যাচ্ছে হিন্দুরা,ভবিষ্যত ভালো নয়…বড় আশঙ্কা হিমন্তর
অসমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অসম মন্ত্রিসভা মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বিল ২০২৪ অনুমোদন করেছে। এতে দুটি বিশেষ বিধান রয়েছে। মুসলিম বিবাহের রেজিস্ট্রেশন সরকার ক🤪রবে, কাজীর মাধ্যমে নয় এবং অন্যটি হল বাল্যবিবাহ হলে রেজিস্ট্রেশন অবৈধ বলে গণ্য হবে।’
নতুন আইন কার্যকর হলে অসমে বাল্যবিবাহ হ্রাস পাবে বলেই মনে করছে সরকার। এই বিলের পাশাপাশি হিমন্ত শর্মা উল্লখ করেছেন, যে রাজ্য সরকার লাভ জিহাদ রুখতে আরও কঠোর আইন আনছে। সেক্ষেত্রে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন ক🍷ারাদণ্ডের বিধান থাকবে। পাশপাশি হিন্দু মুসলিমদের মধ্যে জমি কেনা বেচা নিয়েও একটি বিল প্রস্তাব করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
এর আগে সরকার🦩 অসম রিপিলিং বিল ২০২৪-এর মাধ্যমে অসম মু🌜সলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন এবং বিধি ১৯৩৫ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত নতুন আইনের সঙ্গে এই বাতিল রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে পেশ করা হবে। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা অসমে মুসলিম বিবাহের রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত আইন তৈরি করার নির্দেশ দিয়েছে, যা বিধানসভা অধিবেশনে বিবেচনা করা হবে।
এর আগে, অসম সরকার লোকসভা নির্বাচনের পরে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) আইন প্রবর্তনের কথা বিবেচনা করেছিল। প্রসঙ্গত, বাল্যবিবাহ রুখতে অসমে কয়েক হাজার ধরপাকড় চালিয়েছে প্রশাসন। হিমন্ত শর্মা প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০২৬ সালের মধ্যে অ♍সমে বাল্যবিবা𓆏হ পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।