ক্রমশ বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় আগামী ২৮ জুন মধ্যরাত থেকে পরবর্তী ১৪ দিন কামরূপ মেট্রোপলটিন জেলায় সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল অসম সরকার। একইসঙ্গে রাজ্যের সমস্ত শহরাঞ্চলগুলিতে প্রতি শনিবার এবং রবিবার 🃏লকডাউন চলবে।
শুক্রবার অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আগামী রবিবার (২৮ জুন) মধ্যরাত থেকে ১২ জুলাই সন্ধ্যা ছ'টা পর্যন্ত কামরূপ মেট্রোপলটিন জেলায় লকডাউন চলবে। সেই জেলার আওতায় পডꦍ়ছে গুয়াহাটি💙ও। গত ১৫ জুন থেকে ১০,৬১৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাঁরা গুয়াহাটির বাইরে থেকে আসেননি। তাঁদের মধ্যে ৬৭৭ জনের ভ্রমণের কোনও ইতিহাস নেই। তাঁরা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যে মোট ২৭৬ জন আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে ১৩৩ জনই গুয়াহাটির বাসিন্দা। তা সত্ত্বেও সাধারণ মানুষ মাস্ক পরে রাস্তায় বেরোচ্ছেন না। ব্যবসায়ীরা সামাজিক দূরত্বের বিধি মানছেন না বলে আক্ষেপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সেজন্য বাধ্য হয়েই লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
হি🐼মন্ত বলেন, ‘আমরা জানি লকডাউনের ফলে অর্থনৈতিক সমস্যা হয়। মানুষ সমস্যায় পড়বেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির স্বার্থ ক্ষুণ্ণ হবে। কিন্তু সরকারকে এই কড়া সিদ্ধান্ত নিতে হত। এই সিদ্ধান্তগু🦄লি বেদনাদায়ক। কিন্তু অত্যন্ত বেদনা এবং দুঃখের সঙ্গে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা ভাবিনি যে আমাদের আনলক-১ থেকে লকডাউনে ফিরে যেতে পারে। কিন্তু আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না।’
রাজ্যে সরকারের তরফে জানানো হয়েছে, ওই ১৪ দিন ওষুধ দোকান, ল্যাব এবং হাসপাতাল ছাড়া সবকিছু বন্ধ থাকবে। নির্দিষ্ট এলাকা বাইরে আমজনতার চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হবে। শুধুমাত্র করোনা সংক্রান্ত কাজ এবং বন্যার ত্রাণে যুক্ত আধিকারিকদের বিশেষ পাস দেওয়া হবে। স্বাস্থ্য়মন্ত্রী বলেন, ‘প্রথম সাতদিন কড়া লকডাউন হবে। তারপর আগামী ৩ জুলাই আমরা পর্যালোচনা বৈঠকে বসꦐব এবং কোনও শিথিলতা দেওয়া যায় কিনা, তা বিবেচনা করে দেখা যাবে।’
তবে বাকি রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে 𓄧না। সেখানে শুধু সপ্তাহান্তে শনিবার এবং রবিবার লকডাউন হবে। তা আগামিকাল (২৭ জুুন) থেকেই শুরু হবে। তবে তা কামরূপ জেলায় প্রয়োজ্য হবে না। পাশাপাশি আজ, শুক্রবার থেকেই সারা রাজ্যে সন্ধ্যা সাতটা থেকে সাতটা পর্যন্ত নাইট কার্ফু লাগু হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসমের শহরাঞ্চলগুলিতে শনিবার ꦜএবং রবিবার লকডাউন হবে। টাউন কমিটি এবং পুরসভার আওতাভুক্ত এলাকাগুলিতে সপ্তাহান্তের লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ পর্যন্ত এই লকডাউন চলবে।’