বিশ্বকল্যাণ পুরকায়স্থ
অসম পুলিশের ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রসাদ সিংকে এবার খোলা হুমকি আলফা-আইয়ের। তাদের অভিযোগ অসম পুলিশ ভুয়ো এনকাউন্টারের মাধ্যমে সাহসিকতꦇা দেখানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃত অপরাধীরা রাজ্যে একেবারে খুল্লমখুল্লা ঘুরে বেড়াচ্ছে।
ULFA-I এর স্বঘোষিত ক্যাপ্টেন রুমেল অক্সোম ফেসবুকে এই বার্তা শেয়ার করেছেন। তাদের দাবি এটা ডিজিপির 🅘বিরুদ্ধে তাদের শেষ ওয়ার্নিং। তিনি লিখেছেন, আপনি বীরত্ব দেখানোর নাম করে এই ভুয়ো এনকাউন্টার এবার বন্ধ করুন। নয়তো আপনি অসম ছেড়ে বেরিয়ে যান। যত তাড়াতাড়ি সম্ভব এটা করুন। কারণ এটাই আমা🍎দের লাস্ট ওয়ার্নিং।
এদিকে রবিবার আলফার নাম করে অসমে এক ব্যক্তি তোলাবাজি করছিল। তাকে গুলি করে পুলিশ। দাব🎀ি এমনটাই। জখম হয়েছে সে। এক মহিলার সঙ্গে আলফার যোগ রয়েছে এই অভিযোগ তুলে তাকে আটক করা হয়েছিল। তবে আলফা -আই এর দাবি তাদের মধ্য়ে কꦚারোর সঙ্গেই যোগ নেই তাদের সংগঠনের।
বলা হয়েছে, ডিব্রুগড় পুলিশ তিন লাখ টাকা সহ এক 🍸মহিলাকে গ্রেফতার করেছে বলে শুনলাম। তিনি আলফার নাম করে টাকা তুলছিলেন। আবার শিবসাগরে অপর এক যুবকের বিরুদ্ধে একই অভিযোগ। তারও শরীরে বুলেটের ক্ষত রয়েছে। তবে এদের মধ্য়ে কাউকেই আমরা নিয়োগ করিনি।
এদিকে গত বছর মার্চ মাসে সন্দেহভাজন আলফা-আই ক্যাডার সুরজ গগৈকে অসম পুলিশ গুলি করেছিল বল♍ে দাবি করা হয়। এপ্রিল মাসে মারা যান তিনি। সেই ঘটনার কথা উল্লেখ করে রুমেল লিখেছেন, দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা, ব্যবসায়ীরা চোরাপথে ব্যবসা করছেন, তার🔯া সব খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে আর নিরাপরাধ লোকজনকে গুলি করে হত্যা করছে অসম পুলিশ।
তবে এই বার্তা নিয়ে ডিজিপি জানিয়েছেন, এসবের কোনও গুরুত্ব তাঁর কাছে নেই। তবে 🅷তিনি টুইটারে গীতার স্লোককে তুলে ধরেছেন। কর্তব্য তা𝐆ঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটাই বলতে চেয়েছেন তিনি।
এর আগে তিনি টুইটারে লিখেছিলেন, ๊তোলা আদায়ের সময় পুলিশ কয়েকজনকে আটক করেছিল। একজন পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সে আহত হয়েছে।
আলফার নামে টাকা তোলা হলে সেটিকে অপরাধ বলে গণ্য করা হবে বলে উল্লেখ করেছে পুলিশ। তা ভুয়োই হোক অথবা তার পেছনে সংগঠনের 🅷মদত থাকুক না কেন! সব ক্ষেত্রে তা অপরাধ। জ♐ানিয়েছে পুুলিশ।