দীর্ঘদিনের দ্বন্দ্ব। মাঝে চাপা পড়ে গিয়েছিল পারস্পরিক এই বিদ্বেষ। অসমের বরাক উপত্যকায় ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে বাংলা বনাম অসমিয়ার দ্বন্দ্ব। এবার বরাক ডেমোক্র্যাটির ফ্রন্টের উদ্য়োগে জল জীবন মিশনের সরকারি বিজ্ঞাপনের কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। অসমের শিলচরে এই ঘটনাকে ঘিরে ব্য়াপক শোরগোল বিভিন্ন মহলে। অসমিয়া ভাষায় এই হোর্ডিং লেখা হয়েছিল তারই প্রতিবাদে মুছে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে কাছার জেলা প্রশাসন ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় যারা যুক্ত তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে। কাছারের পুলিশ সুপার রমণদীপ কাউর বলেন, জল জীবন মিশনের অফিস থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। শহরে তাদের বিজ্ঞাপনে কালি লেপে দেওয়া হয়েছে। দুটি জায়গায় তাদের হোর্ডিং নষ্টও করা হয়েছে। এনিয়ে তদন্ত চলছে। এদিকে অসমের বিভিন্ন প্রান্ত থেকে এব্য়াপারে প্রতিবাদের আওয়াজ উঠেছে। তবে বরাক ডেমোক্র্য়াটি ফ্রন্ট তাদের দাবিতে অনড়। সংগঠনের তরফে প্রদীপ দত্ত রায় ডেপুটি কমিশনারের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, মাতৃভাষার অধিকারের দাবিতে বরাক উপত্য়কায় দীর্ঘ লড়াই হয়েছে। বাংলা এখানকার সরকারি ভাষা। কিন্তু ডেপুটি কমিশনার উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে অসমিয়াতে হোর্ডিং লেখাচ্ছেন। তাঁর বিরুদ্ধে ভাষা আইন লঙ্ঘনের জন্য ব্যবস্থা নিতে হবে। এদিকে ওয়াকিবহাল মহলের দাবি, বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসাবে প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ আন্দোলন হয়েছে। ১৯৬১ সালের ১৯শে মে মাতৃভাষার দাবিতে আন্দোলনে নেমে শিলচর স্টেশনে ১১জন আন্দোলনকারী শহিদও হন। তবে অসমিয়া বনাম বাংলার দ্বন্দ্ব পুরোপুরি মেটেনি এখনও।