ভᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚারতীয়ꦉ বায়ুসেনার এয়ার শো দেখতে এসে অসংখ্য মানুষের ভিড়ে, প্রবল গরমে এবং শরীরে জলের অভাবে (ডিহাইড্রেশন) মৃত্যু হল অন্তত পাঁচজনের! রবিবার এই চরম অনভিপ্রেত এবং মর্মান্তিক ঘটনার জেরে হুলস্থূল পড়ে যায় চেন্নাইয়ের মারিনা সৈকতে।
তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে সংবাদমাধ্যমের কাছে যে তথ্য এসেছে, সেই অনুসারে, রবিবারের এই ঘটনায় এখনও পর্যন্✨ত অন্তত ৯৩ জন🎃কে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও পরে তাঁদের অনেকেই সুস্থ হয়ে ওঠেন। এবং তাঁদের হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।
সংশ্লিষ্ট মহলের একাংশের বক্তব্য, এয়ার শো-এর মতো একটি অনুষ্ঠান, যা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আকর্ষণীয়, সেখানে এমন কোনও ঘটনা ঘটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রসঙ্গত, ভারতীয় বায়♒ুসেনার ৯২তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার মারিনা সৈকতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, এয়ার শো দেখবেন বলে অনেকেই সপরিবার সৈকতে এসে জড়ো হয়েছিলেন। ফলে,♋ প্রচুর ভিড় হয়েছিল। দ💟াঁড়ানোর জন্য 'ভালো জায়গা' পেতে অনেকেই সকাল ৮টা থেকে ঠায় এসে অপেক্ষা করছিলেন।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্যের তাপ বাড়তে শুরু করে। তাতে সৈকতের বালি তেতে ওঠে। এয়🌳ার শো শুরু হয় বেলা ১১টা থেকে। শেষ হয় দুপুর ১টায়। সব মিলিয়ে এদিন প্রচুর সংখ্যায় মানুষ জমা হয়েছিল এয়ার শো দেখার জন্য। তাঁদের অনেকের মাথায় ছাতা থাকলেও, তাতে প্রখর দাবদাহে ঘণ্টার পর ঘণ্টা সৈকতে দাঁড়িয়ে থাকা সত্যিই কষ্টকর ছিল।
প্রবল ভিড় এবং অসহ্য গরমে এরপর অনেকেই🦩 অসুস্থ হয়ে পড়েন। তথ্য 🌞বলছে, এদিন এয়ার শো দেখতে এসে মোট ২৩০ জন অজ্ঞান হয়ে যান! তাঁদের আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ সংস্থা এএনআই-কে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে অন্তত এক ডজন মানুষ অসুস্থ হয়ে পড়েꦍ। তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।'
এদিকౠে, এদিনের এই কর্মসূচি এবং তার জেরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার জেরে মারিনা সৈকত সংলগ্ন রাস্তাগুলিতে এয়ার শো শেষ হওয়ার পরবর্তী প্রায় তিনঘণ্টা ধরে তীব্র যানজট তৈরি হয়। তাতেও বহু মানুষকে নাকাল হতে হয়।
এই পরিস্থিতির জন্য 🃏সামগ্রিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। তাঁদের বক্তব্য, অনুষ্ঠানের আয়োজনে সঠিক পরিকল্পনা করা হয়নি বলেই পাঁচজন দর্শককে প্রাণ দিয়ে তার খেসারত দ🌞িতে হল।
প্রায় একই সুরে রাজ্য সরকারকে দোষারোপ করেছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেতা ই পালানিস্বামী। তাঁ🤡র অভিꦕযোগ, ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকার এয়ার শো দেখতে আসা দর্শকদের জন্য ন্যূনতম পরিষেবার বন্দোবস্ত করতেও চরম ব্যর্থ হয়েছে।