প্যাংগং লেকে অডি নিয়ে হুল্লোড়। জলের মধ্যে দিয়ে হু-হু করে চলছে কালো, বিলাসবহুল এসইউভিটি। লেকের ধারেই অল্꧟প জলে, একটি টেবিলে রাখা ♋মদের বোতল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাদাখের এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। এসইউভি-র অফ রোডিং ক্ষমতার বিজ্ঞাপনের মতোই অল্প জলের মধ্যে দিয়ে চালানো হয়েছে গাড়িটি।
ভিডিয়োতে যেটুকু দেখা যাচ্ছে, সেই অনুযায়ী, গাড়ির রেজিস্ট্রেশন নম্ব꧅র হরিয়ানার। লেকের ধারে জলের মধ্যেই একটি পিকনিক টেবিল রাখা। সেই পিকনিক টেবিলে রাখা মদের বোতল। গাড়ির উপরে𒅌 সানরুফ দিয়ে দুই জনকে বেরিয়ে থাকতেও দেখা যাচ্ছে। বেশ গর্বের সঙ্গে 'ভিক্টোরি' সাইনও দেখাচ্ছেন একজন।
পুরো ঘটনাটি যে প্যাংগং লেক জীব বৈচিত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাদাখে প্রায় ৩৫০টিরও বেশি প💃্রজাতির পাখির আবাস। প্যাংগঙেও বহু পাখি আসে। অন্যদিকে হৃদের জলেও জীব বৈচিত্র্য সংরক্ষণের তালিকাভুক্ত।
অন্যদিকে স্থানীয়দের কাছে প্যাংগং লেক ধর্মীয়ভাব🌠ে গুরুত্বপূর𝓰্ণ। ফলে এটা যে তাঁদের বিশ্বাসে আঘাত হানা, তা বলাই যায়।
তꦫাছাড়া এভাবে গাড়ি চালানো যে বেশ বিপদজনক, তা বলাই বাহুল্য। মদ্যপান, এভাবে হুল্লোড়ের ফলে পর্যটনের পরিবেশও বিঘ্নিত হয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগেও এসইউভি, মোটরসাইকেল নি𝐆য়ে কেরামতি দেখাতে পর্যটকদের প্যাংগং লেকে এমনটা করতে দেখা গিয়েছে।
নেটিজেনরা এই ভিডিয়োর কৃতকর্♊মের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ♏পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।