পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইম🗹রান খানের বিরুদ্ধে 'ঘোড়া কেনাবেচা'র অভিযোগ। শুক্রবার একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, সেই কলে আইন প্রণেতাদের 'কেনা'র চেষ্টা করছেন ইমরান। গত এপ্রিলে পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটে তাঁকে ক্ষমতাচ্যুত করার আগে তিনি এই কল করেন বলে অভিযোগ।
চলতি সপ্তাহের শুরুতেই অবশ্য এমন দু'টি অডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে এহেন তিন নম্বর ক্লিপ এটি। উক্ত ক্লিপে তাঁকে চলতি বছরের মার্চ মাসে ওয়াশিংটন💙ে পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো 'সাইফার মেসেজ' সম্পর্কে কথা বলতে শোনা যাচ্ছে। এই মেসেজ থেকেই পরে 'সাইফার বিতর্কে'র সূত্রপাত হয়েছিল।
নতুন এই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, ইমরান(অভিযোগ) বলছেন, 'নম্বরের খেলা যে শেষ, সেটা ভাবꦰলে কিন্তু ভুল করবেন... খেলা শেষ, এমনটা ভাবার কোনও কারণই নেই।'
আরও বলಌতে শোনা যায়, 'দেখুন, ৪৮ ঘণ্টা একটি দীর্ঘ সময়। অনেক বড় কিছু♛ ঘটছে। আমি আমার নিজস্ব পরিকল্পনা তৈরি করেছি, তবে সেটা আমরা কারও কাছে প্রকাশ করতে পারব না।'
অভিযোগ, ক্লিপে ইমরান খান নিজেই বলেছেন যে, 'তিনি পাঁচজন আইন প্রণ🍨েতাকে কিনেছেন।'
শুনুন সেই ক্লিপ:
চলতি বছরের ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন ইমরান খান। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী, যিনি অনাস্থা𒈔 প্রস্তাবের মাধ্যমে পদচღ্যুত হয়েছেন।
ইমরান খানকে অপসারণের পর, নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অধী♐নে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) নেতৃত্বাধীন একটি জোট প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব নেয়।