১৫ দিনেই দেশে ওমিক্রন আক্রান্তের মোট সংখ্যা ১০০-র গণ্ডি পার করে গিয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ১১৩ জনের শরীরে করোনা ভাইরাসের এই নয়া স্ট্রেনের হদিশ মিলেছে। এই আবহে এখন থেকে ওমিক্রন নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন আইসিএমআর-এর ডিরেক্টর ডেনারেল ডঃ বল🃏রাম ভার্গব। এই বিষয়ে তিনি বলেন, ‘অপ্রয়োজনীয় ভ্রমণ, -গণসমাবেশ এড়িয়ে চলার এটাই সময়। উৎসব পালনের ক্ষেত্রেও সমাগম কম করা খুবই গুরুত্বপূর্ণ।'
উল্লেখ্য, দেশে বেড়ে চলেছে ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিতের সংখ্যা৷ শুꦆক্রবার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের মোট ১১টি রাজ্যে ১১৩ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে৷ গবেষণা জানাচ্ছে, পূর্বসূরি ডেল্টা ভ্যারিয়্যান্ট এবং করোনার আদিমতম সংস্করণের তুলনায় প্রায় ৭০ গুণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ওমিক্রনের সংক্রমণ৷ এই অবস্থায় দেশে যাতে নতুন করে করোনা পরিস্থিতির অবনতি না হয়, সেই জন্য দেশবাসীকে অপ্রয়োজনে ঘোরাফেরা না করার পরামর্শ দিয়েছে কেন্দ্র৷ একইসঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানেও সতর্ক থাকার আবদেন করা হয়েছে৷
গত ২০ দিনে গোটা দেশে নতুন করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ১০ হাজারের নিচে রয়েছে৷ এই পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, তা নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছে স্বাস্থ্য মন্ত্রক৷ কারণ, ইতিমধ্যেই অন্যান্য দেশে ওমিক্রনের সংক্♛রমণ লাফিয়ে বাড়তে শুরু করেছে৷ এই আবহে স্বাস্থ্য পরিকাঠামোকে ওমিক্রন মোকাবিলার জন্য যতটা সম্ভব প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, কর্নাটক, তেলেঙ্গানা, গুজরাত, কেরল, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু ও পশ্চꦬিমবঙ্গে ওমিক্রনের হদিশ মিলেছে৷ অন্যান্য রাজ্যে যাতে ওমিক্রন না ছড়িয়ে পড়ে সেদিকে নজর কেন্দ্রের।