প্রভিডেন্ট ফান্ডের পুঁজির ওপর সুদের হার কমল। আগে ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতেন গ্রাহকরা। কিন্তু চলতি অর্থবর্ষ থেকে সুদের হার কꦡমিয়ে ৮.৫ শতাংশ করল EPFO. বৃহ༒স্পতিবার এই সিদ্ধান্ত জানান শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার।
এদিন EPFO-র ট্রাস্টিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ওপর সিলমোহর দিতে হবে অর্থমন্ত্রককে। তবে এই সুদের হার কমানোটা প্রত্🎃যাশিতই ছিল। অন⛦্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমেছে। তাই EPF-এর সুদের হারের সেগুলির সঙ্গে সমন্বয় করার জন্যেই এই সিদ্ধান্ত।২০১৫-১৬ সালে ৮.৮ শতাংশ হারে সুদ দিয়েছিল EPFO. সেটি বেড়ে ৮.৬৫ শতাংশ হয় ২০১৬-১৭ সালে। এরপর আবার কমে ৮.৫৫ শতাংশ হয়েছিল ২০১৭-১৮ সালে। তারপর গত অর্থবর্ষে সুদের হার বেড়ে হয়েছিল ৮.৬৫ শতাংশ। এবার একেবারে সুদের হার কমে হল ৮.৫০ শতাংশ। ফের টান পড়ল মধ্যবিত্তের ভাঁড়ারে।