১২ মে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল জঙ্গিদের☂ বিরুদ্ধে জোরদার অভিযান। পাকিস্তানের উত্তর বালুচিস্তানের মুসলিম বাগ এলাকার ঘটন❀া। ১৩ মে সেই অপারেশন শেষ হল বলে খবর। মিলিটারি মিডিয়া উইং শনিবার এই বার্তা দিয়েছে। একাধিক পাক সংবাদ মাধ্যমে এনিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, একটি রেসিডেন্সিয়াল ব্লকে পণবন্দি করা রাখা হয়েছিল পরিবারকে। তিনটি পরিবারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 🤡জঙ্গিরা শিশুদেরও রেহাই দেয়নি। সব মিলিয়ে ৬জন জঙ্গি ছিল। পুরো অস্ত্রে সজ্জিত ছিল তারা। তাদের নিকেশ করা সম্ভব হয়েছে।
এদিকে তাদের সঙ্গে আর কাদಞের যোগসূত্র রয়েছে সেটাও দেখা হচ্ছে। তাদের খোঁজেও চলছে তল্লাশি। বিবৃতিতে জানানো হয়েছে অপারেশনের সময় সব মিলিয়ে সাতজন পাক সেনার মৃত্যু হয়েছে। একজন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। অন্তত এক মহিলা সহ ৬জন জখম হয়েছেন।
এদিকে কারা এই চক্রান্তের✱ পেছনে রয়েছে তা দেখা হচ্ছে।
পাক সেনাদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছে▨ন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন. জঙ্গিদের নিকেশ করতে পাক সেনারা সবরকমভাবে চেষ্টা করছে। গোটা দেশ সেনাদের পাশে রয়েছে। জখমদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।