বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মনে করে না অন্তর্বর্তী সরকার। এমনটাই জানালেন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের প্𒁃রশ্নের উত্তরে তিনি স্♔পষ্ট ভাবে জানিয়েছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের লড়াইয়ের ইতিহাসে শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বহু মানুষের অবদান রয়েছে। তাই তিনি মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করেন না। একই সঙ্গে তিনি জানান ,বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লেখা হবে।
আরও পড়ুন: বাংলাদ𒐪েশে গণ আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, স্পষ্ট করল সরকার
বুধবার বাংলাদেশ সচিবালয় ৮টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম একথা জানান। তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, ৭ মার্চকে ইতিহাস থেকে পুরোপুরি মুছে দেওয়া হচ্ছে না। শেখ মুজিবুর রহমানের গুরুত্বকেও ইতিহাস থেকে মুছে দেওয꧃়া হচ্ছে না। যেটা ইতিহাসের অংশ সেটা ইতিহাসে থাকবে। তবে নতুন করে ইতিহাস লেখা হবে তাতে নতুন দৃষ্টিভঙ্গি থাকবে। তবে সেটিকে জাতীয় দিবস হিসেবে পালন করার ক্ষেত্রে একটি রাজনীতি রয়েছে। সেই রাজনীতিকে মেনে নেয় না অন্তর্বর্তী সরকার।
বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করা নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ বলেন, তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন না। তিনি জানান, বাংলাদেশের ইতিহাস একাত্তর থেকে শুরু হয়নি ব্রিটিশ বিরোধী লড়াই, দীর্ঘদিনের সাতচল্লিশের লড়াই আছে। এখানকার মানুষের একাত্তরের লড়াই আছে, নব্বইয়ে💯র লড়াই আছে এবং চব্বিশের লড়াই আছে। এ প্রসঙ্গে তিনি একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেন, যাদের এই সমস্ত লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল।
তিনি জানান, আরও বহু মানুষের অবদান রয়েছে। তবে এতদিন আওয়ামী লিগ সরকার তাদের অবদান অস্বীকার করে আসছিল। শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে আসছিল অবদানের গুরুত্ব। এ প্রসঙ্গে তিনি মাওলানা ভাসানির অবদানের কথা উল্লেখ করেন। তিনি বল♏েন, আওয়ামী লিগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কিন্তু, তাঁকে ইতিহাসে জায়গা দেওয়া হয়নি। এখন তাঁকে নতুন করে ইতিহাসে জায়গা দেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার আটটি জাতীয় দিবস বাতিল করেছে বাংলাদেশ সরকার। তবে পরবর্তী সময়ে সরকারের মনে হলে গুরুত্বপূর্ণ নয় এমন দিবস বাতিল করা হতে পারে বলে নাহিদ জানিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনও নতুন জাতীয় দিবস হিসেবে যুক্ত হতে পারে। যার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। এখানে কিছু নতুন দিবস যুক্ত হতে পারে। এছাড়াও, তিনি অভিযোগ তোলেন, শেখ মুজিবুর রহম🍎ানকে আওয়ামী লিগই নষ্ট করে ফেলেছে। যেভাবে তাঁর মূর্তি স্থাপন করে তাঁর পুজো বাংলাদেশে শুরু হয়েছিল সেগুকি ফ্যাসিবাদের আদর্শ ছিল।