অন্যের আনন্দেই আনন্দ। বাকি নিজের প্রয়োজনটুকু মিটলেই হল। আজকের দুনিয়ায় এমন মানুষের সংখ্যা বিরল। তবে তাঁদের মধ্যেই একজন হলেন সবার প্রিয় 'আম্মা'। ফুড ব্লগার গৌরব ওয়াসানের ই𝓀নস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োতে উঠে এসেছে তাঁর ছবি।
সবার প্রিয় এই 'আম্মা' বেঙ্গালুরুতে থাকেন। এই ম𝔉ূল্যবৃদ্ধির সময়েও নামমাত্র দামে ইডলি এবং ধোসা বিক্রি করেন তিনি। প💞্রথমবার খেতে গিয়ে অনেকেই দাম শুনে অবাক হয়ে যান। এখনও মাত্র আড়াই টাকায় ইডলি বিক্রি করেন তিনি। শহরে তাঁর মতো সস্তায় স্বাস্থ্যকর খাবার খুব কম বিক্রেতাই রাখেন।
ভিডিয়োতে তাঁকে নিজের বাড়ির নিচেই দেখা যাচ্ছে। এটি টেবিলের সামনে বসে তিনি। টেবিল ধোসা এবং ইডলিতে ভর্তি। গৌরব ওয়াসান জানিয়েছেন, গত ৩০ বছর ধরে ওই মহিলা এই ব্য🦄বসা🐭 করে চলেছেন। বাড়ির উপরের তলায় রান্না করা হয়। সেখান থেকে বালতিতে খাবার রেখে তা দড়ি দিয়ে নামিয়ে দেওয়া হয়।
আম্মার দোকানে ধোসার দামও বেশ ཧℱসস্তা। মাত্র ৫ টাকা করে। সঙ্গে আছে চাটনিও। দেখুন সেই ভিডিয়ো:
ভিডিয়োটি ১৩ জানুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। পোস্ট করার পর থেকে তাতে ৫.৭ লক্ষেরও বেশি লাইক পড়েছে। অনেক ইনস্ট🦄াগ্রাম ব্যবহারকারীই সেখানেꦡ খেতে যাবেন বলে জানিয়েছেন।