বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে ২০২৪ সালের ৭ জানুয়ারি। আজ, ভ্রাতৃদ্বিতীয়ার দিন বুধবার সন্ধ্যায় এই নির্বাচনী নির্ঘন্ট দেশের মানুষের জন্য ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়াল। আজ ঘড়িতে যখন সন্ধ্যে ৭টা বাজে তখন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সিইসির ঘোষণা সম্প্রচার করা হয়। এই নির্বাচন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা দেখছে পুলিশ প্রশাসন। বাংলাদেশে ইসলামিক আন্দোলন নামে একটি ꦰসংগঠন নির্বাচন কমিশন ঘেরাও করার ডাক দিয়েছে। তাদের সঙ্গে বিএনপি এবং জামাত–ই–ইসলামও যোগ দিতে পারে বলে আশঙ্কা💖 পুলিশের। তাই নির্বাচন কমিশনের ভবন ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘন্ট অনুযায়ী, এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। সুত꧋রাং এখন পদ্মাপারে নির্বাচনের দামামা বেজে গেল। সেখানের রাজনৈতিক দলগুলি এখন প্রচারে জোর দেওয়ার পরিকল্পনা নিতে চলেছে। এই আবহে প্রধান বিরোধী দল বিএনপি ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। তাদের মূল দাবি, আওয়ামি লিগের সরকারকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন অবিভক্ত প্রশাসনের মাধ্যমে করতে হবে।
অন্যদিকে আমেরিকা এই বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশি উৎসাহী। তাই শর্তহীন আলোচনায় বসতে বাংলাদেশের প্রধান তিন দলকে চিঠি দেন ꦦআমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ, বুধবার সকালে সেই চিঠির কপি শাসকদল আওয়ামী লিগের সাধারণ সম্পাদক তথা সেতুমন্ত্রী ওয়াবদুল কাদেরের হাতে তুলে দেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আর আওয়ামী লিগ নেতা জানিয়ে দেন, নির্বাচন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এখন আর আলোচনার কোনও অবকাশ নেই।
আরও পড়ুন: অষ্🍎টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার অভিযুক্ত পড়শি
এছাড়া আজ, বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনের ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। সেখানেই ঠিক হয় নির্বাচনের নির্ঘণ্ট। তারপর তা জাতির উদ্দেশে ঘোষণা করে দেওয়া হয়। এখন দেখার আবার শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে কিনা। নাকি বিরোধী দলকে সুযোগ দেয় ওপারের ভোটাররা। নির্বাচনকালীন সরকার কী হবে সেটা নিয়ে রাজনৈতিক সমঝোতা এখনও হয়নি। বিএনপি এখন সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা করে রেখেছে। বিএনপি–সহ সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি সরকারের পদত্যাগ🐟ের দাবিতে ধর্মঘট, অবরোধ কর্মসূচি পালন করছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সংসদ নির্বাচন🌄ের নির্ঘন্ট ঘোষণা করলেন সিইসি।