২০২৫ সালে সর🌳কারি ছুটির তালিকা ঘোষণা করল বাংলাদেশ সরকার। আগামী বছর সরকারি ছুটির সংখ্যা সেদেশে মোট ২৬টি। উল্লেখ্য, শেখ হাসিনার গদিচ্যূতির পর বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে ইউনুস সরকার। এবার মহম্মদ ইউনুসের সরকারের শাসনাধীন অন্তর্বর্তী সরকারের তরফে ঘোষণা করা হয়েছে পরের বছরের সরকারি ছুটির তালিকা। দেখে নেওয়া যাক বাং🎐লাদেশে আগামী বছরে কতদিন ছুটি কোন উৎসব উপলক্ষ্যে।
মহম্মদ ইউনুস সরকারের সিদ্ধান্ত:-
বৃহস্পতিবার বাংলাদেশের তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেদেশের অন্তর্বর্তীཧ সরকারের প্রধান মহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকের পরই সাংবাদিকদের জানানো হয়েছে আগামী বছর বাংলাদেশে কতদিন সরকারি ছুটি রয়েছে। কোন কোন উৎসব ও পার্বন উপলক্ষ্যে কতদিনের ছুটি, তাও জানানো হয়েছে।
ছুটির তালিকা:-
আগামী বছর বাংলাদেশে সাধারণ ছুটি ১২ দিনের। ১৪ দিন ছুটি রয়েছে নির্বাহী আদেশে। ১২ দিনের মধ্যে ৫ টি ছুটি সাপ্তাহিক ছুটির মধ্যে চলে যাচ𒁃্ছে। ১৪ দিনের নির্বাহী আদেশের ছুটিও চলে যাচ্ছে ৪ টি সাপ্তাহিক ছুটির মধ্যে।
ইদের ছুটি
তালিকা অনুযায়ী, ইদ-উল-আজাহে বাংলাদেশে মোট ৬ দিন ছুটি থাকবে। ইদ উল ফিতরে মোট ৫ দিন ছুটি থাকবে। সময় অনুযায়ী ইদ উল ফিতর হতে পারে আগামী বছরের ৩১ মার্চ, (চাঁদ দেখার সময় অনুযায়ী)। এদিন সাধারণ ছুটি থাকবে, ইদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ ও পরের দুই দিন ১ ও ২ এপ্রিল থাকবে নির্বাহী আদেশের ছুটি। এছাড়াও ২০২৫𒁃 সালে ইদ উল আজাহ হতে পরে ৭ জন (যদিও তা নির্ভর রয়েছে চাঁদ 🌃দেখার সময় অনুসারে)। ওই দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে ২ দিন, অর্থাৎ ৫ ও ৬ জুন এবং পরের তিনদিন ৮,৯,১০ জুন নির্বাহী আদেশের ছুটি হবে।
দুর্গাপুজোর ছুটি
শারদীয়া দুর্গাপুজো উপলক্ষ্যে সাধরণ ছুটি বাংলাদেশে থাকবে বিজয়া দশমীর দিনে। ২০২৫ সালে ২ অক্টোবর বিজয়া দশমী। তার আগে ১ অক্টোবর নির্বাౠহী আদেশের ছুটি থাকবে।
অন্যান্য ছুটি
এছাড়াও আগামী বছর বাংলাদেশে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ছুটি, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি, ২৮ মার্চ জামা🍰তুল বিদা, ১ মে মেদিবসের ছুটি, ১১ মে বুদ্ধ পূর্ণিমা, ১৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি, ৫ সেপ্টেম্বর ইদ এ মিলান্নুদবি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডꦛিসেম্বর বড়দিন।