বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রায় লাঠি চালাল পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভনের দিকে এই পদযাত্রা চলেছিল। তাতেই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। বিডিনিউজ২৪-এর রিপোর্ট অনুযায়ী, 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' ব্যানার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান বিক্ষোভকারীরা। সেই মিছিলে ছইলেন সাধারণ মানুষ। সেখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। (আরও পড়ুন: 'ভালো ভাবে ***', সংসদে 'মুখ ফসকে' এ কী বꦕললেন খাড়গে! উত্তাল রাজ্যসভা)
আরও পড়ুন: 'বসিরহাটের হিন্দুদের অবস্থা🔯 সিরিয়ার খ্রিস্টানদের🧔 মতো'
আরও পড়ুন: 'ভিডিয়ো করতে বলেন মা', বাংলাদেশে মেয়েকে ধর্ষণের অভিযোগে ধৃত🍒 সংখ্যালঘু প্♓রৌঢ়
এদিকে আন্দোলনকারীরা সেই ব্যারিকেডে ধাক্কা দিলে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। এর জেরে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পরে পুলিশের উচ্চপদস্থ কর্তা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানোর চেষ্টা করেন। এদিকে বিজনেস স্ট্যান্ডার্ডের পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ঢাকা মহানগরী পুলিশের টুপি পরা সাদা পোশাকে (পোলো টি শার্ট ও জিন্স) থাকা এক ব্যক্তি আন্দোলনকারীদের মারতে আসেন। সেই সময় কয়েকজন নারীর গায়েও হাত তুলতে দেখা যায় তাঁকে। সেই ব্যক্তিকে ছাড়াতে সেখানে ইউনিফর্মে থাকা অন্যান্য পুলিশকর্মীরা আসেন। সেই ব্যক্তি এবং অন্যান্য পুলিশকর্মীদের জনতার আগে কিল, ঘুষি, চড় খেতে হয়। এরপর উত্তেজনা আকও ছড়িয়ে পড়ে। (আরও পড়ুন: ট্রাম্প🌊-ইউনুস সম্পর🏅্ককে 'মিষ্টি' করতে বার্তাবাহক হবেন ইলন মাস্ক?)
আরও পড়ুন: 'আরও লোককে ভারতে স্বাগত, ꦆত🥀বে...', অনুপ্রবেশ রুখতে নয়া বিল পেশ সংসদে
প্রসঙ্গত, সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। সেই মামলায় ছ’মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাই কোর্ট। তা সত্ত্বেও বাংলদেশ জুড়ে পথে নেমেছেন নারীরা। চলছ﷽ে বিক্ষোভ প্রতিবাদ। এই আবহে শেখ হাসিনা আবার সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া বার্তায় ইউনুসকে তোপ দাগেন। হাসিনা বলেন, 'মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমায় বিদায় দেওয়ার পর বাংলাদেশের কী অবস্থা দেখুন। আজ মেয়েদের সম্মান নেই। আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে, তা সুনিশ্চিত করার পাশাপাশি কঠোর সাজার বন্দোবস্ত রেখেছিলাম। ক্ষমতায় এসেছেন একজন সুদখোর, জঙ্গিনেতা ইউনুস। ইউনুস নারী ক্ষমতায়ণ এবং দারিদ্র বিমোচনের কথা বলছেন। কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে।'