বাংলাদেশের বিরোধী দল বিএনপিকে (বাংলাদেশ ন্যাশনাল পার্টি) কড়া ভাষায় আক্রমণ করলেন সেদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। বিরোধী দলের ‘পাকিস্তান প্রীতি’ নিয়ে শেখ হাসিনা খোঁচা দিয়ে বলেন, ‘আজও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্যায়ারে পাকিস্তানের সুর ব꧅াজায় বিএনপি।’ বাংলাদেশের সংসদে বক্তব্য রাখার সময় বিরোধী দলকে তোপ দেগে হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান যেমন পাকিস্তানের প্রতি দাসত্বের আচরণ দেখাতেন, বিএনপির নেতা, কর্মীরাও সেই একই ভাবে পাকিস্তানের দাসত্বের মানসিকতা দেখান।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জয় বাংলা স্লোগান জাতীয়করণ নিয়ে বিএনপি নেতার বক্তব্যে এটা স্পষ্ট যে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না।’ উল্লেখ্য, বাংলাদেশে ‘জয় বাংলা’ স্লোগানটির জাতীয়করণ হয়েছে। এর প্রেক্ষিতে সংসদে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হচ্ছিল। সেই সময় বিএনপি সাংসদ হারুনউর রশিদের সমা🍌লোচনা করেন শেখ হাসিনা।
এদিকে বাংলাদেশের সামরিক শাসক জিয়াউর রহমান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানা꧑দার বাহিনী যে কাজগুলো করেছিল তিনিও একই কাজ করেছিলেন। জয় বাংলা স্লোগান নিয়ে অপপ্রার চলেছিল সেই সময়। এখনও তাঁর দলের লোকেরা সেই কাজ অব্যাহত রেখেছেন।’